শিরোনাম:
●   সচিবালয়ে আগুন ●   মহালছড়িতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার ●   প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজতজয়ন্তী উৎসব ●   শাহরাস্তিতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত ●   পানছড়ি ৩ বিজিবি’র পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ●   ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা ●   দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ ●   ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে ●   ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে ●   কাউখালীতে উইভ এনজিওর অবহিতকরণ সভা ●   খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক,সম্পাদক ইউসুফ ●   দীঘিনালায় গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ●   ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, ছেলে আহত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ●   মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান ●   ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা ●   কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা ●   তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ●   মিরসরাইয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে গ্রামে পলিথিন বর্জ্য পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে গ্রামে পলিথিন বর্জ্য পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
সোমবার ● ৩১ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে গ্রামে পলিথিন বর্জ্য পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

--- মো. আবুল কাশেম, স্টাফ রিপোর্টার :: পলিথিনের ব্যবহার আত্মহত্যার শামিল “রক্ষা করি পরিবেশ গড়ি সোনার বাংলাদেশ” “দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ” এ সমস্ত শ্লোগানকে সামনে রেখে পলিথিনজাত পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করাসহ পাটজাত পণ্য ব্যবহারের সুফল তুলে ধরতে “হিলফুল ফুযুল সমাজ কল্যাণ সংস্থা” চকরাম প্রসাদ (লামার চক) এর উদ্যোগে পলিথিন বর্জ্য পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন করেছে তরুণরা।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি পচনশীল ব্যাগ ব্যবহারের জন্য অনুরোধ জানায় তারা।

প্রতিটি বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিব্যাগ,প্লাস্টিকের বোতল,বালতি, জুতা ,চিপ্স বিস্কিটের প্যাকেট ইত্যাদি প্লাস্টিক বর্জ্য বস্তায় ভরে লোকালয় থেকে দূরে জড়ো করে রাখে এবং পরে তা আগুনে পুড়িয়ে ফেলে।

এ কাজে সংস্থার যে সকল সদস্য সক্রিয় অংশ গ্রহন করে তারা হলেন আশরাফ আহমেদ, আব্দুল মতিন, রফিক মিয়া, আব্দুল্লাহ,মতিন মিয়া, আব্দুল তোয়াহিদ, আবুল হোসেন, নাজিম উদ্দীন, ফয়সল আহমদ, হোসাইন আহমেদ ও জাকির হোসেন।

‘মানবদেহ ও পরিবেশের উপর পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং তা থেকে উত্তরণের উপায়’ সম্পর্কে সবাইকে সচেতন করে তারা বলে, পলিথিনজাত পণ্য ব্যবহার করে তা যেখানে-সেখানে ফেলে আমাদের পরিবেশ আমরা নিজেরাই নষ্ট করছি।

সরকার আইন করেছে কিন্তু তার বাস্তবায়ন হচ্ছে না। তা সত্ত্বেও আমরা নিজেরা যদি পলিথিন ব্যবহারের পর তা ধ্বংস করে ফেলি বা পুড়িয়ে ফেলি তাহলে পরিবেশ দূষিত হবে না। তাই আমাদের নিজ নিজ সচেতনতার জায়গা প্রসারিত করতে হবে।

তারা আরও বলে, গ্রামে যদি একটি পরিবার প্রতিদিন গড়ে ১টি করেও পলিথিন ব্যাগ ব্যবহার করে তবে ৬৮ হাজার গ্রামের কয়েক কোটি পরিবার প্রতিদিন কয়েক কোটি পলিথিন ব্যাগ ব্যবহার করছে।

এক সমীক্ষায় দেখা গেছে ঢাকা শহরে প্রতিটি পরিবার প্রতিদিন গড়ে ৪টি পলিথিন ব্যাগ ব্যবহার করে। সেই হিসাবে শুধুমাত্র রাজধানী ঢাকায়ই প্রতিদিন এক কোটি ৪০ লাখের বেশি পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে।

একবার ব্যবহার শেষে পলিথিন ব্যাগ ফেলে দেওয়া হয়। কিন্তু যদি আমরা পলিথিন ফেলে না দিয়ে ধ্বংস করি বা পুড়িয়ে ফেলি, অর্থাৎ মাটির সঙ্গে মিশতে না দিই তাতেও সমস্যার কিছুটা সমাধান হবে। কেননা পলিথিন নষ্ট হয় না, ফলে মাটির গুণাগুণ নষ্ট করে দেয়।

এছাড়া রাজধানীসহ সারাদেশে নিষিদ্ধ পলিথিন তৈরির প্রায় ২০০ কারখানা রয়েছে যা বন্ড লাইসেন্সের মাধ্যমে আমদানি করা পলিপ্রোপাইলিন অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন তৈরিতে ব্যবহৃত হচ্ছে।

পলিথিনের মাধ্যমে মারাত্মক সব রোগের ঝুঁকি রয়েছে উল্লেখ করে তারা বলে, গবেষণায় প্রমাণিত হয়েছে পলিথিন উৎপাদন ও বাজারজাত এবং ব্যবহারের সঙ্গে জড়িত সব ব্যক্তি স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে পারেন। পলিথিন ব্যবহারে চর্মরোগ ও ক্যান্সারসহ আরও অন্যান্য জটিল রোগ আক্রমণ করতে পারে।

চিকিৎসাবিজ্ঞানে চর্ম রোগের এজেন্ট হিসেবে খ্যাত এই পলিথিনকে রং করতে ক্যাডমিয়ামের প্রয়োজন হয়। আর এই ক্যাডমিয়াম যেকোনও সময় খাবারের সঙ্গে মিশে ঝুঁকি তৈরি করতে পারে। সরকারকে প্রচলিত আইন বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে পাট ও কাপড়ের ব্যাগের প্রচলন বাড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহবান জানায় তারা।

এছাড়া পলিথিনের বিকল্প হিসেবে জনসাধারণকে পাটের তৈরি পচনশীল ব্যাগ ব্যবহারের আহ্বান জানায়। যাতে ৭০ ভাগ পাটসহ ৩০ ভাগ অন্যান্য রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে এবং যা এক থেকে দেড় মাসের মধ্যে মাটির সঙ্গে মিশে যায়
এ পরিচ্ছন্ন কর্মসূচিতে তাদের সাথে যোগ দেন গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব আকবর আলী, শাফায়াতুল্লাহ,অধ্যাপক আব্দুর রশীদ, ছাদক আলী ছাদিক ও ফারুক মিয়া প্রমুখ।

বিশ্বনাথে শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে সামাজিক সংগঠন আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থা বাহাড়া-দুভাগের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) বাহাড়া-দুভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আনুষ্ঠানিকভাবে শীত বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক ইলিয়াস মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ আহমদের পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাহাড়া-দুভাগ গ্রামের মুরব্বী ইদ্রিস আলী, আব্দুন নুর, দবির মিয়া, সাইস্থা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বাদশা মিয়া, আব্দুল ওয়াদুদ, পর্তুগাল প্রবাসী নিজাম উদ্দিন, সমাজসেবক হাবিবুর রহমান, ছোট মিয়া, আব্দুল কুদ্দুছ, সংস্থার উপদেষ্ঠা ও প্রতিষ্ঠাতা সদস্য আমির আলী, আব্দুল কুদ্দুছ, যুক্তরাজ্য প্রবাসী সুমন মিয়া, সংস্থার উপদেষ্ঠা সুহেব আহমদ, দিদারুল ইসলাম, সংগঠনের সভাপতি লোকমান আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্দুল কাইয়ুম, আব্দুস ছত্তার, রাশেদ আহমদ, আব্দুস সামাদ, মামুন আহমদ, মাসুম আহমদ, রামিম আহমদ, এনাম আহমদ, সুলতান সালাহ, সুহেল আহমদ প্রমুখ।

খাজাঞ্চী-লামাকাজীতে নৌকায় গণজোয়ার নিজেদের দূর্গে দ্বিধাবিভক্ত বিএনপিপন্থিরা

বিশ্বনাথ :: ইতিমধ্যে শেষ হয়ে গেছে ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রচার-প্রচারণা। রাত পোহালেই (৩১ জানুয়ারী) অনুষ্ঠিত হবে নির্বাচন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা ইভিএমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী ৫ বছরের জন্য উন্নয়নের কান্ডারী নির্বাচিত করবেন।

সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং মাঠে রয়েছেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। দুই ইউনিয়নের ২৩টি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনী এলাকায় সব ধরনের যান চলাচলে কার্যকর করা হয়েছে নিষেধাজ্ঞা।

দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন (লামাকাজীতে ৪ ও খাজাঞ্চীতে ৫ জন) প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করলেও দলীয় কোন্দলের কারণে বিএনপিপন্থি একাধিক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করায় নিজেদের দূর্গে অনেকটাই পিছিয়ে পড়েছেন বিএনপি অনুসারী স্বতন্ত্র প্রার্থীরা।

আর ভোটারদের চুলচেরা বিশ্লষণের পর দুই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থীদের নৌকা প্রতীকে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
এছাড়া দুই ইউনিয়নে নিজেদের দলীয় প্রার্থী না থাকায় মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টি স্বাধীনতার প্রতীক নৌকাকে দলীয় সমর্থন দেওয়ায় এবং নিজেদের দল নির্বাচনে না থাকায় এলাকার কাঙ্খিত উন্নয়নের আশায় স্থানীয় বিএনপির একটি বড় অংশ নিরবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদেরকে সমর্থন দেওয়ায় নির্বাচনের শেষ মুহুর্তে বিজয়ের পথে অনেকটাই এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আরশ আলী গণি (খাজাঞ্চী ইউনিয়ন) ও ফয়ছল আহমদ (লামাকাজী ইউনিয়ন)।

এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত কোন প্রার্থী না থাকার পরও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষালম্বন করতে গিয়ে উপজেলা বিএনপিতে থাকা পুরানো গ্রæপ আবারও সক্রিয় হয়ে উঠেছে। উঠেছে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগও।

এরফলে বিএনপির ভোটারা তিনটি ভাগে বিভক্ত হওয়ার ফলেই নির্বাচনী মাঠে বিশাল সুবিধা আদায়ের পথে আওয়ামী লীগ। এতে দীর্ঘদিন ধরে বিএনপির দূর্গ হিসেবে পরিণত হওয়া লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নে এবার নিজের দলীয় প্রার্থীর বিজয় নিয়ে আশাবাদী আওয়ামী লীগ। আর ওই দুই ইউনিয়নে নৌকার বিজয় হলে নির্দিস্ট বরাদ্ধের পাশাপাশি এলাকার জন্য আরও বেশি বরাদ্ধ এনে দেওয়ায় প্রতিশ্রæতি করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। নৌকা প্রতীকের বিভিন্ন নির্বাচনী জনসভায় নেতারা এ প্রতিশ্রুতিগুলো দিয়েছেন।

লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলীর (প্রতীক নৌকা) সাথে প্রতিদ্বন্দিতায় রয়েছেন স্বতন্ত্রের ব্যানারে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য তালুকদার গিয়াস উদ্দিন (প্রতীক আনারস), বিএনপির নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া (প্রতিক ঘোড়া) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী আব্দুল বাছিত (প্রতীক হাতপাখা)।

লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদের (প্রতীক নৌকা) সাথে প্রতিদ্বন্দিতায় রয়েছেন স্বতন্ত্রের ব্যানারে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া (প্রতীক চশমা), নব-গঠিত লামাকাজী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গোলাম কিবরিয়া তালুকদার (প্রতীক আনারস), একই কমিটির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকির (প্রতীক ঘোড়া) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী আতাউর রহমান (প্রতীক হাতপাখা)।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে ৩১ জানুয়ারী ইভিএম পদ্ধতিতে ৬ষ্ঠ দাপে অনুষ্ঠিত উপজেলার লামাকাজী ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্রের ৫৮টি বুথে ইউনিয়নের ২১ হাজার ৯০৫ জন (পুরুষ ১১ হাজার ৫৫০ জন ও মহিলা ১০ হাজার ৩৫৫) ও খাজাঞ্চী ইউনিয়নে ১৩টি ভোট কেন্দ্রের ৬০টি বুথে ইউনিয়নের ২২ হাজার ৫১৭ জন (পুরুষ ১১ হাজার ৭০১ জন ও মহিলা ১০ হাজার ৮১৬) ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে দুই ইউনিয়নে ২ জন চেয়ারম্যান, ১৮ জন সাধারণ সদস্য (মেম্বার) ও ৬ জন মহিলা সদস্য (মহিলা মেম্বার) নির্বাচিত করবেন।

এরমধ্যে লামাকাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৫০ জন ও সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) পদে ১৪ জন এবং খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সদস্য (মেম্বার) পদে ৪৩ জন ও সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) পদে ১১জন প্রতিদ্বন্দিতা করছেন।

বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোনায়েন করা হয়েছে। এছাড়া সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য মোতায়েন থাকবে র্যা ব, কোস্টগার্ড ও বিজিবি।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

রাউজানে চার ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর রাউজানে চার ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে
ফের বন্যায় খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, সহস্রাধিক পরিবার পানিবন্দী ফের বন্যায় খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, সহস্রাধিক পরিবার পানিবন্দী
মোরেলগঞ্জ টানা বৃষ্টি জোয়ারের পানিতে ২০ গ্রাম ভাসছে মোরেলগঞ্জ টানা বৃষ্টি জোয়ারের পানিতে ২০ গ্রাম ভাসছে
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
কাপ্তাই লেকে বেআইনী অবকাঠামো নির্মাণ বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা দেড় বছরেও বাস্তবায়ন হয়নি কাপ্তাই লেকে বেআইনী অবকাঠামো নির্মাণ বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা দেড় বছরেও বাস্তবায়ন হয়নি
মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা
তীব্র দাবদাহে মধ্যে কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার প্রক্রিয়া করেছে বন বিভাগ তীব্র দাবদাহে মধ্যে কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার প্রক্রিয়া করেছে বন বিভাগ
কাপ্তাই হ্রদকে বাঁচাতে  ও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে হ্রদের ড্রেজিং করা দরকার কাপ্তাই হ্রদকে বাঁচাতে ও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে হ্রদের ড্রেজিং করা দরকার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)