সোমবার ● ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » গুনীজন » বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাস্থবির আর নেই
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাস্থবির আর নেই
চট্টগ্রাম প্রতিনিধি :: বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কর্মবীর, অনাথপিতা,শাসনালংকার ভদন্ত সত্যপ্রিয় মহাস্থবির আর নেই।
আজীবন তিনি বুদ্ধ শাসনের হিতে কাজ করে গেছেন। মুকুটনাইট ধাতুচৈত্য বিহারে অবস্থানকালীন পূর্ণাচার শিশুমঙ্গল অনাথ আশ্রম প্রতিষ্ঠা করে বহু দরিদ্র অনাথ শিশুকে প্রতিষ্ঠালাভের সুযোগ করে দিয়েছিলেন। তাঁর প্রতিষ্ঠিত পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ( দেবপাহাড়) অবস্থান করে বহু ভিক্ষু শ্রামন দেশ- বিদেশে আত্মপ্রতিষ্ঠা লাভ করেছেন। তাঁর মতো সমাজ দরদী, শাসন দরদী বৌদ্ধ ভিক্ষু বর্তমান সময়ে বড়ই দূর্লভ। তাঁর প্রয়াণে বৌদ্ধ সমাজ এবং বুদ্ধ শাসনের পরম ক্ষতি সাধিত হলো।
১৯৩৭ খ্রীস্টাব্দ ২০ এপ্রিল ১৩৪৪ বঙ্গাব্দের ৭ বৈশাখ শনিবার তিনি পটিয়া থানাধীন পাইরোল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা দশরথ চৌধুরী, মাতা খঞ্জবালা চৌধুরী। পিতামাতার প্রদত্ত নাম জয়সেন বড়ুয়া।
প্রব্রজ্যা : ১৯৫৯ খ্রিস্টাব্দে ১০ জানুয়ারী ঠাকুরমার সাপ্তাহিক সংঘদানে আচার্য আর্যশ্রাবক জ্ঞানীশ্বর মহাস্থবিরের নিকট প্রব্রজ্যাধর্মে দীক্ষিত হয়ে সত্যপ্রিয় শ্রামন নাম ধারণ করেন।এবং পূজ্য ভন্তের সেবক হিসেবে ধর্ম বিনয় শিক্ষা করতে থাকেন।
উপসম্পদা :১৯৬২ খ্রিস্টাব্দে জ্ঞানতাপস জ্ঞানীশ্বর মহাস্থবিরের নির্দেশনায় তদীয় শিষ্য ভদন্ত ধর্মসেন মহাস্থবিরের (পরবর্তী দশম সংঘরাজ) উপাধ্যায়াত্বে উপসম্পদা লাভ করেন।
১৯৬৩ খ্রীস্টাব্দে মুকুটনাইট ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ পদ গ্রহণ করেন।১৯৭৫ খ্রিস্টাব্দে পূর্ণাচার শিশু মঙ্গল অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেন।
করেন। একই সাথে পাইরোল জ্ঞানীশ্বর পালি কলেজ প্রতিষ্ঠা করেন।১৯৭৮ খ্রিস্টাব্দে চট্টগ্রাম মহানগরীর দেবপাহাড়ে পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা
১৯৮০ খ্রিস্টাব্দে দেবপাহাড়ে বংশদীপ ছাত্রবাস প্রতিষ্ঠা করেন।
বহু শিষ্যসংঘ গড়ে তুলেন। আজীবন শিক্ষাব্রতী ছিলেন।বহু গরীব দুঃখী বৌদ্ধ সন্তান তাঁর সান্নিধ্যে তথা প্রতিষ্ঠানে অবস্হান করে সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছেন।
আজ সোমবার ৩১ জানুয়ারী ভোরে তিনি মহাপ্রয়াণ করেন।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাস্থবিরের মহাপ্রযাণে সিএইচটি মিডিয়া পরিবার গভীরভাবে শোকাহত। আমরা পুণ্য দানে পূজ্য ভান্তের পারলৌকিক নির্বাণ শান্তি কামনা করছি।