সোমবার ● ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ফুলমতি ত্রিপুরার জিডি লিপিবদ্ধ করে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আবেদন
ফুলমতি ত্রিপুরার জিডি লিপিবদ্ধ করে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আবেদন
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি মহিলা আওয়ামীলীগের জেলা কমিটির কোষাধ্যক্ষ ফুলমতি ত্রিপুরা (পার্বতী) (৫০), পিতা- মৃত সনাতন ত্রিপুরা, মাতা- মৃত অবজারানা ত্রিপুরা, সাং- ১নং পাথরঘাটা, রাঙামাটি পৌরসভা ২ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, রাঙামাটি সদর, জেলা- রাঙামাটি পার্বত্য জেলা জানান, সে গত ৩০/১২/২০২১ ইংরেজি তারিখ ফুলমতির নাতনী সেবিকা ত্রিপুরা (১৫) ও স্বজনরা মিলে ফুলমতির ভাড়া বাসায় চুরি এবং পরস্পর যোগসাজসে ফুলমতি ত্রিপরার জান-মালের ক্ষতি সাধন করার ষড়যন্ত্রে লিপ্ত রহিয়াছে মর্মে অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, রাঙামাটি পার্বত্য জেলা বরাবর একটি সাধারন ডাইরী লিপিবদ্ধ করার প্রার্থনা করেন।
ফুলমতি ত্রিপুরা বলেন, তার সাধারন ডাইরী খানা রাঙামাটি কোতয়ালী থানায় গ্রহন না করায় সে উক্ত সাধারন ডাইরীর অনুলিপি চেয়ারম্যান,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙামাটি, রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য, দীপংকর তালুকদার, চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি, জেলা প্রশাসক, রাঙামাটি পার্বত্য জেলা, পুলিশ সুপার, রাঙামাটি পার্বত্য জেলা, চাকমা সার্কেল চীফ, রাঙামাটি পার্বত্য জেলা ও সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম (চিনু), রাঙামাটি নিকট দাখিল করেন।
ফুলমতি ত্রিপুরা গত ৩০ ডিসেম্বরে কোতয়ালী থানা রাঙামাটি পার্বত্য জেলা বরাবর লিখিত সাধারন ডাইরী খানা লিপিবদ্ধ করে তা তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন।
এবিষয়ে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, কোতয়ালী থানায় এধরনের সাধারন ডাইরী লিপিবদ্ধ করা হয়নি ঘটনাটি তার জানা নেই।