সোমবার ● ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলা » রাঙাামাটিতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই
রাঙাামাটিতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই
ক্রীড়া পরিদপ্তর প্রণীত তৃণমূল পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রমের কর্মসূচির আওতায় ২০২১-২০২২ রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাঙামাটি সদর উপজেলার স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে রাঙামাটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৩১ জানুয়ারি সোমবার ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক (অনুধর্ব-১৫) খেলোয়াড় বাছাই কার্যক্রম একটি ফুটবল প্রদর্শনী খেলা অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
এতে ক্ষুদে ক্রীড়ামোদি বালক (অনুধর্ব-১৫) ২৪ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেছে। উক্ত খেলা থেকে খেলার বিচারকবৃন্দ প্রতিভাবান ও দক্ষ খেলোয়াড় বাছাই করবে। বাছাইকৃত খেলোয়াড়রা জেলা সদরে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ গ্রহণ করবে।পরবর্তীতে ফুটবল খেলায় প্রতিভা ও দক্ষতা অর্জনের পাশাপাশি উপ-অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। মুজাদ্দেদ-ই- আল ফেসানী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আব্দুল মঈন এর খেলা পরিচালনায় রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার খেলাটির সমন্বয়ক মো. হান্নান, সাবেক ফুটবলার খায়রুল আলম, সাবেক ফুটবলার মো. হানিফ,সাবেক ফুটবলার অমর বড়ুয়া ও মো. জামান বিচারকের দায়িত্ব পালন করেন।