রবিবার ● ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা গেলে বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়
স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা গেলে বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়
কাউখালী প্রতিনিধি :: (২০ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় বিকাল ৪.০৭ মিঃ) কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম চৌধুরী বলেছেন, স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা গেলে বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়৷ তিনি বলেছেন,স্বাস্থ্যই সকল সুখের মূল এই বাক্য সকলকে মনে রেখে একটু সচেতন হলেই বড় ধরনের রোগ বালাই থেকে রক্ষা পাওয়া যায়৷ তিনি সরকারের পাশাপাশি বেরসরকারী উন্নয়ন সংস্থাও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য যে কাজ করে যাচ্ছে এতে সকলকে এগিয়ে আসতে হবে৷ তিনি কলমপতি ইউনিয়নকে শতভাগ স্যানিটেশন নিশ্চিত করার জন্য ইপসা,কাউখালী উপজেলা প্রশাসনসহ সকল সরকারী বেসরকারী সংস্থাকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন৷
তিনি ২০মার্চ রবিবার সকালে বেসরকারী সমাজ উন্নয়ন সংগঠন ইপসা’র সন্মেলন কক্ষে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় কলমপতি ইউনিয়নের দরিদ্র পরিবারের মধ্যে স্যানিটারী ল্যাট্রিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন৷
এনামুল হক শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আক্তার,কাউখালী প্রেস ক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব৷ স্বাগত বক্তব্য রাখেন ইপসা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন কর্মসূচীর প্রোগ্রাম অফিসার মোঃ জসিম উদ্দিন৷
এসময় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আক্তার বলেছেন,একটি পরিবারের মধ্যে স্বামীর পাশাপাশি স্ত্রীদেরও গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে হবে৷ ঘরের মহিলারা যদি সচেতন থাকে তাহলে তার সন্তানদেরও রক্ষা করা যাবে৷ তিনি প্রতিটি এলাকায় উঠান বৈঠকসহ বিভিন্ন সচেতনতা কর্মসূচী গ্রহন করার জন্য ইপসা সহ বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার আহবান জানান৷