বুধবার ● ২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলা » ১৮তম বিজলী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
১৮তম বিজলী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আবুরহাট বিজলী ক্লাবের ১৮তম বিজলী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বুধবার ২ ফেব্রুয়ারী বিকেলে উপজেলার আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিজলী ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজলী ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। সংগঠনের সহ-সভাপতি আইয়ুব নবী আলমের পরিচালনায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল মোস্তফা, বিজলী ক্লাবের সাবেক সভাপতি ইমাম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মহাজন হাট ফজলুর রহমান কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, ৬ নং ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার নুর উদ্দিন, ৬নং ইছাখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আনোয়ারুল ইসলাম মোর্শেদ, ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন দুখু, আবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সংগঠনের পৃষ্ঠপোষক সদস্য নুরুল আলম, বিশিষ্ট সমাজসেবক রহিম উদ্দিন লিটন, সাংবাদিক এম. আনোয়ার হোসেন, জাগ্রত প্রতিভার সাংস্কৃতিক সম্পাদক আকতার হোসেন প্রমুখ।
ধারাভাষ্কার হিসেবে দায়িত্ব পালন করেন নয়ন, আশরাফ আলী থানভী ও আব্দুল মুমিন রাজু।
আওসাফ এগ্রো মুহরী প্রজেক্ট ও এম.এফ আরএসসি ক্রিকেট একাদশ মহাজন হাটের মধ্যকার ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে আওসাফ এগ্রো ২ উইকেটে বিজয়ী হয়। টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয় বিজয়ী দলের ইফতেখার এবং ম্যান অব দি ফাইনাল, সেরা ব্যাটসম্যান, ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হয় বিজয়ী দলের রিয়াদ। এবারের টুর্নামেন্টে মিরসরাই, সীতাকুণ্ড ও ছাগলনাইয়া উপজেলার মোট ১৬টি দল অংশ নেন।