বৃহস্পতিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়াতে চাঁন্দের গাড়ি দুর্ঘটনায় হেলপার নিহত
বেতবুনিয়াতে চাঁন্দের গাড়ি দুর্ঘটনায় হেলপার নিহত
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় বৃহস্পতিবার ভোরে জীপ দুর্ঘটনায় জীপের (চাঁন্দের গাড়ি) এক হেলপার নিহত হয়েছেন বলে জানা যায়।
কাউখালী থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত্রে উপজেলার বেতবুনিয়া পচুপাড়া আমছড়ি পাহাড়ী প্রত্যন্ত এলাকা হতে ইটভাটার জন্য জ¦ালানী কাঠ (লাকড়ি) বোঝাই একটি জীপ (চান্দের গাড়ি) বেতবুনিয়ার দিকে প্রচন্ড দ্রুত গতিতে আসতেছিল হটাত পচুপাড়া পাড় হয়ে রাস্তা দিয়ে উপরে উঠার সময় গাড়িটির ব্রেক ফেল করে পিছনের দিকে দ্রুত বেগে পিছনের দিকে দৌড় দিলে গাড়ির পিছনে থাকা গাড়ির হেলপার নিথোয়াই অং মারমা (৩৭) পিতা- মংছাএয়না মরামা, সাং চৌধুরী পাড়া, বেতবুনিয়া,কাউখালী,রাঙামাটি। গাড়ি হতে লাফিয়ে পড়লে রাস্তার পাশে থাকা গাছের সাথে জোড়ে বাড়ি খেয়ে জীপ গাড়িটির নিছে পড়ে যায় এবং সাথে সাথে সে মারা যায় বলে জানা যায়।
খবর পেয়ে বেতবুনিয়া পুলিশ ফাঁিড়র পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে বেতবুনিয়া পুলিশ ফাড়িঁতে নিয়ে আসেন। লাশটি পোস্টমর্টেমের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল ইসলাম জানান। কাউখালী থানার অপমৃত্য মামলা নং ০২, তাং ০৩.০২.২২ইং আইও বেতবুনিয়া পুলিশ ফাঁিড়র ইনচার্জ পুলিশ পরিদর্শক বিকাস সরকার।
দুর্ঘটনা কবলিত জীপ গাড়িটির চালক লামু মারমা পালিয়ে যান বলে জানা যায়।
সুত্র জানায় দির্ঘদিন যাবত একটি চক্র বেতবুনিয়া এলাকার বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে রাতের আধাঁরে এবং দিনের বেলায় এই অবৈধ জা¦ালানী কাঠ (লাকড়ি) জীপ গাড়ি ও ট্রাকে করে বিভিন্ন ইটঁভাটায় পাচারঁ করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। হয়ে উঠছেন আঙুল ফুলে কলা গাছ। যেন দেখার মতো কেউ নেই ? আর যার কারনে ঘটছে এসব অনাকাংখিত দুর্ঘটনা। যা কারো কাম্য নয়। আর এসব অনাকাংখিত দুর্ঘটনার কারনে পরিবার হারিয়ে ফেলছে তার একমাত্র পরিবারের উপার্জনকারীকে।
কাউখালী ইপসা এনজিও কর্তৃক প্রতিবন্ধি ও বিধবা মহিলা পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান
কাউখালী :: কাউখালীতে বে-সরকারী উন্নয়নমুলুক সংস্থা ইয়ং পাওয়ার স্যোসাইল এ্যাকশন (ইপসা) কর্তৃক বৃহস্পতিবার সকাল ১০টায় পোয়া পাড়াস্থ সংস্থাটির নিজস্ব এইচআরডিসিতে পাচঁটি প্রতিবন্ধি ও বিধবা মহিলা পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়।
অনুদানের চেক প্রদানউপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইপসা সমৃদ্ধি কর্মসুচির এরিয়া ম্যানেজার ও ফোকাল পারসন মো. এনামুল হক শান্ত। সভায় প্রধান অতিথি ছিলেন ৪নং কলমপতি ইউপি‘র চেয়ারম্যান ক্যজাই মারমা। বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা প্রেস কøাব সভাপতি মো. আরিফুল হক মাহবুব, প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইপসা কাউখালী অফিসের সমৃদ্ধি কর্মসুচির এসডিও জ্ঞানেন্দু বিকাস খীসা,স্বাস্থ্য কর্মকর্তা রীমা আক্তার, শিক্ষা কর্মকর্তা মো. মনীর হোসেন,শিক্ষক সহাযিকা রেনু বালা মারমা সহ অনুষ্টানে আগত সুফল ভোগিরা।
উল্লেখ্য যে ইপসার উদ্যোগে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সহযোগিতায় কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউপি‘র পাচঁটি প্রতিবন্ধি ও বিধবা মহিলা প্রধান পরিবারের মাঝে মেচিং ফান্ডের ৫৭হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। অনুদান প্রাপ্ত পরিবারগুলি হলো নাইল্যাছড়ি এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী, নাজমা বেগম (বার হাজার টাকা), বড়ডুলু পাড়ার মৃত,সাথোয়াই মারমার স্ত্রী, মংচুঅং মারমা (বার হাজার টাকা), বড়ডুলু পাড়ার মৃত,বুদাইয়া মারমার স্ত্রী,উসাংমা মারমাবার (বারহাজার টাকা),আমছড়ি পাড়ার মৃত,সাথুই অং মারমার স্ত্রী,উনুচিং মারমা(নয় হাজার টাকা), নাইল্যাছড়ি এলাকার মৃত,নুরুল হকের স্ত্রী, আমেনা বেগম (বার হাজার টাকা) বলে সংশ্লিষ্ট সুত্র জানান।