রবিবার ● ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » ‘চলতি মার্চ মাস থেকেই বীরাঙ্গনারা ভাতা পাবেন’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
‘চলতি মার্চ মাস থেকেই বীরাঙ্গনারা ভাতা পাবেন’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বীরাঙ্গনাদের তালিকা তৈরি হয়েছে৷ আগামী এপ্রিলের মধ্যে বীরাঙ্গনারা বিশেষ ক্যাটাগরির মুক্তিযোদ্ধা হিসেবে টোকেন ভাতা পাবেন৷ গত ২০১৫ সালের জুলাই মাস থেকে এ ভাতা কার্যকর হবে৷’
মন্ত্রী ১৯ মার্চ শনিবার সকালে ১৯ মার্চ স্বাধীনতার প্রথম প্রতিরোধ যুদ্ধের শহীদ হুরমত আলীর কবর প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নেব জবাবে এসব কথা বলেন৷
মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণের কাজ চলছে৷ শিগগির এ ব্যাপারে অগ্রগতি পাওয়া যাবে৷’
আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, শহীদ হুরমতের মেয়ে হালিমা খাতুন, জেলা প্রশাসক এস এম আলম৷
মন্ত্রী বলেন, ‘১৯ মার্চ স্বাধীনতার প্রথম প্রতিরোধ দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের উদ্যোগ নেওয়া হবে৷’
উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী এবং রাজাকারদের হাতে নির্যাতিত আরও ২৬ বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার৷ এর আগে গত বছর ২০১৫ সালের ১২ অক্টোবর ৪১ জন বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়৷ ১৪ মার্চ সোমবার প্রকাশিত গেজেট হবার পর দুই ধাপে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হলো মোট ৬৭ বীরাঙ্গনার নাম৷