মঙ্গলবার ● ৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পানছড়ির ইউপি চেয়ারম্যান নৌকা-১, স্বতন্ত্র-৩
পানছড়ির ইউপি চেয়ারম্যান নৌকা-১, স্বতন্ত্র-৩
পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলা সপ্তম ধাপের নির্বাচনে বে-সরকারীভাবে ৫ ইউপির ৪টির ফলাফল ঘোষনা করা হয়েছে।
সোমবার ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ৩টিতে স্বতন্ত্র, ১টিতে নৌকা ও ১টির ফলাফল স্থগিত রয়েছে।
সকাল ৮টা থেকে উপজেলার লোগাং, চেঙ্গী, লতিবান ও উল্টাছড়ি ইউনিয়নে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হলেও ৩নং পানছড়ি ইউপি’র পাইলট ফার্ম ও বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্র ২টিতে ব্যালট ছিনতাই ও ব্যাপক জাল ভোটের অভিযোগে ভোট গ্রহন স্থগিত করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং লোগাং ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয় কুমার চাকমা অটোরিক্সা প্রতীকে ৩৯০২ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সমর বিকাশ চাকমা পেয়েছেন ২৮০৪ ভোট।
২নং চেংগী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আনন্দ জয় চাকমা মোটর সাইকেল প্রতীকে ১৪৬০ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নিহার বিন্দু চাকমা পেয়েছেন ১২৮০ ভোট।
৪নং লতিবান ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ভুমিধর রোয়াজা চশমা প্রতীকে ২৭১২ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সত্য প্রিয় চাকমা পেয়েছেন ২৬৭৩ভোট।
৫নং উল্টাছড়ি ইউপির মো: আহির উদ্দিন নৌকা প্রতীকে ৪৩০২ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয় চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ৩৭৫৯ভোট।
৩নং পানছড়ি ইউপির ১০কেন্দ্রের ৮টিতে ভোটগ্রহন শেষে আনারস প্রতীকে উচিত মনি চাকমা পেয়েছেন ৫৬৪৩ভোট, নৌকা প্রতীকে মো: নাজির হোসেন পেয়েছেন ৪৪১৯ভোট। স্থগিত ২কেন্দ্রে ভোট রয়েছে ৪৬২৮।
পানছড়ি উপজেলা ইউপি নির্বাচন সম্পন্ন
পানছড়ি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ১ নং নগর ইউনিয়ন পরিষদের জয় কুমার চাকমা অটোরিকশা প্রতীক নিয়ে ৩৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদধ্ধি সমর বিকাশ চাকমা জলৎকার ২৮০৪ ভোট পেয়েছে।
২ নং চেঙ্গী ইউনিয়ন পরিষদে আনন্দ জয় চাকমা মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধি নিহার বিন্দু চাকমা ১২৮০ ভোট পেয়েছে।
৩ নং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদে উচিত মোহন চাকমা ৫৬৪৩ ভোট পেয়েছে। তার নিকটতম নৌকার প্রার্থী মোঃ নাজির হোসেন ৪৪১৯ ভোট পেয়েছে। এখানে দুটি কেন্দ্রের ভোট স্থগীত রয়েছে।
৪ নং লতিবান ইউনিয়ন পরিষদে ভূমি দর রৌয়াজা পেয়েছে ২৭৯৮ ভোট পেয়ে সত্য প্রিয় চাকমা ২৬৪৩ ভোট পেয়েছে।
৫ নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকে ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকে মোঃ আহির উদ্দিন ৪৩০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের বিজয় চাকমা ৩৭৫৯ ভোট পেয়েছেন ।