শনিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে স্কুল ছাত্রীদের মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ উদ্বোধন
রাঙামাটিতে স্কুল ছাত্রীদের মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক :: ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০২১-২০২২ ক্রীড়া অফিসের আয়োজনে রাঙামাটি সদর উপজেলার স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আজ ১২ ফেব্রুয়ারী শনিবার উদ্বোধন করা হয়। এতে স্কুল শিক্ষার্থী ক্রীড়ামোদি বালিকা ৩০ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেছেন রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চাকমা। পড়ালেখার পাশাপাশি স্কুল পড়ুয়া ছাত্রীদেরকে ক্রীড়ামোদি করার লক্ষ্যে ও সুষ্ঠ দেহ- সুন্দর মন গঠনের এক অনন্য সুযোগ করে দেয়ার জন্য তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ আয়োজন করায় জেলা ক্রীড়া অফিস-কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রশিক্ষণ নিয়মিত গ্রহণ করে একজন প্রতিভাবান খেলোয়াড় হয়ে গড়ে উঠার জন্য প্রশিক্ষনার্থীদেরকে পরামর্শ দেন। মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন প্রধান প্রশিক্ষক রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সমাপ্তি চাকমা ও সহকারী প্রশিক্ষক লছমী দেবী নেওয়ার (রুমি)।