রবিবার ● ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » রাঙামাটিতে মাত্র ১৪জন ডাক্তার দিয়ে ১০০শয্যার রোগীদের সেবা চলছে
রাঙামাটিতে মাত্র ১৪জন ডাক্তার দিয়ে ১০০শয্যার রোগীদের সেবা চলছে
ষ্টাফ রিপোর্টার :: (২০ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.১০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে৷ শিক্ষা জাতির মেরুদন্ড তাই এ বিষয়টিকে আমাদের বেশী গুরুত্ব দিতে হবে৷ তিনি পরিষদে হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের জেলার সামগ্রীক উন্নয়নের পাশাপাশি উপজেলা কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সুষ্টভাবে সম্পন্ন করার নির্দেশ দেন৷রবিবার ২০মার্চ সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত পরিষদের মার্চ ২০১৬মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন৷
পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা এবং হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন৷
সভায় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি জানান, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ডাক্তার সংকটের কারণে রোগীদের চিকিত্সা সেবা প্রদান করতে সমস্যা হচ্ছে৷ বর্তমানে ১৪জন ডাক্তার দিয়ে ১০০শয্যার রোগীদের সেবা প্রদান করা খুবই কষ্টসাধ্য হচ্ছে৷ ডাক্তার প্রদানের লক্ষে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে৷ তিনি আরো জানান, হাসপাতাল এলাকার ভেতর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের বরাবরে অবৈধ দখলদারদের তালিকা, ম্যাপ প্রদান করা হয়েছে৷ এছাড়া ঔষুধ বিতরণসহ দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রয়েছে৷
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জানান, সদর, কাপ্তাই ও কাউখালী ৩টি উপজেলায় ষ্ট্রবেরী চাষের প্রদর্শনী চলছে৷
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, জুরাছড়িসহ বিভিন্ন উপজেলার বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রয়েছে৷
জেলা মত্স্য কর্মকর্তা বলেন, জেলার ৮টি উপজেলার মত্স্য উত্পাদন বৃদ্ধির জন্য পানির গুণাগুণ পরীক্ষা করার যন্ত্র ক্রয়ের জন্য মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়ছে৷
জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা বলেন, বর্তমানে ভেড়া পালন প্রশিৰণ কার্যক্রমের অংশ হিসেবে নানিয়ারচর, কাউখালী ও কাপ্তাই উপজেলার ১৮০টি ভেড়া প্রদান করা হয়েছে৷
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন্ ট্রেডে প্রশিক্ষণ, ঋণ বিতরণ ও গ্রহণ কার্যক্রম যথারীতি চলছে বলে সভায় অবহিত করা হয়৷
সভায় হস্তান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ তাদের বিভাগের স্ব স্ব কার্যক্রম উপস্থাপন করেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে মতামত ও পরামর্শ প্রদান করেন৷
সভায় উত্থাপিত চিহ্নিত সমস্যাগুলো যথাযথভাবে সমাধান এবং বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান পরিষদের চেয়ারম্যান৷ এছাড়া তিনি সভায় আলোচনার বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে পরিষদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন৷