মঙ্গলবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » নলছিটিতে আ’লীগ নেতার বিরুদ্ধে ধর্ষন মামলা নিয়ে মিডিয়া জুরে তোলপাড়
নলছিটিতে আ’লীগ নেতার বিরুদ্ধে ধর্ষন মামলা নিয়ে মিডিয়া জুরে তোলপাড়
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি : নলছিটি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আক্তারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে ধর্ষন মামলার ঘটনায় জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজধানী খিলগাঁও থানায় লামিয়া আক্তার নামে এক তরুনী বাদী হয়ে চাকরি ও বিয়ের প্রলোভনে কয়েক দফা ধর্ষনের অভিযোগে মামলাটি দায়ের করে।
১০ফেব্রুয়ারি মামলা রুজুর পর সহযোগী আসামীকে গ্রেপ্তর করলে বিভিন্ন পত্রিকাসহ ফেসবুকে সংবাদ ছড়িয়ে পড়লে বিষয়টি ভাইরাল হয়ে যায়। মিডিয়ায় প্রচারিত ঘটনা নিয়ে উপজেলা জুড়ে সর্বস্থরের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন ও আলোচনা-সমালোচনার জন্ম নেয়।
তবে ঘটনা ফাঁস হওয়ার পর থেকে ১৪ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাচ্চুর বক্তব্য জানতে বহু চেষ্ট করা হলেও তিনি আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে গতকাল (১৪ ফেব্রুয়ারি) সোমবার কুলকাঠি ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ উপজেলা আওয়ামীলীগের কয়েকজন নেতার সাথে আলাপকালে ‘কারো ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল নিবেনা, তাই আইন তার নিজেস্ব গতিতে চলবে’ বলে তারা দাবী করেছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. ইউনুস লস্কর তার প্রতিক্রিয়ায় বলেন, আপনার সত্যতা যাচাই করে লিখুন। যেহেতু মামলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও তদন্ত পূর্বক ব্যবস্থা নেবে। আমরা সাংগঠনিক ভাবেও বিষয়টি সমপর্কে খোজখবর নেবো।
এ বিষয়ে ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মোঃ শামসুল হক মল্লিক জানান, ঢাকায় চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের পর কুলকাঠিবাসী তথা ইউনিয়ন আ’লীগ নেতাকর্মীরা খুবই বিভ্রত।
প্রসঙ্গত চাকরি ও বিয়ের প্রলোভনে লামিয়া আক্তার নামে এক তরুনীকে কয়েক দফা ধর্ষনের অভিযোগে গত ১০ ফেব্রুয়ারী রাজধানী খিলগাঁও থানায় নলছিটি আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউপি চেয়ারম্যানে আখতারুজ্জামান বাচ্চুর(৪৫) বিরুদ্ধে ধর্ষন মামলা (নং-২২/১১২) রুজু করে।
মামলা দায়েরের পর ঝটিকা অভিযান চালিয়ে পুলিশ ধর্ষনের সহযোগী ২নং আসামী মোর্শেদা (৩৫) কে দক্ষিণ বনশ্রীর থেকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরন করেছে।
এ ঘটনা বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি-নগ্ন ভিডিও ছড়িয়ে পরলে ভাইরাল হয়ে যায়। পুরো বিষয়টি নিয়ে নলছিটি উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীসহ সর্বস্থরের এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ও আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।