বুধবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী
মিরসরাইয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসুর সঞ্চালনায় এবং মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পর্কে সার্বিক বিষয়ে তুলে ধরেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা. আশরাফুল আলম খান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম দিদার, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুর রহমানসহ উপজেলা প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন কর্মকর্তারা। প্রদর্শনীতে প্রদর্শিত হয় ১ টন ওজনের ষাঁড়, অধিক দুধ প্রদানকারী হলস্টেইন ফ্রিজিয়ান গাভী, জার্সি গাভী, উন্নত ও দেশী জাতের ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, সোনালী মুরগী, জার্মান সেপার্ড ডগ, কার্পেট ডগ, গৃহপালিত গয়াল, তিতির, কোয়েল, উন্নত জাতের কবুতর, দধি, দুধ, ঘি-মাখন, পনির মিষ্টি, দুধ ও মাংসের তৈরী বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার উন্নত প্রাণীসম্পদ প্রযুক্তি, বায়োগ্যাস ও পাখির খাদ্য।