বৃহস্পতিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে শিক্ষকদের অবস্থান কর্মসূচি
বিশ্বনাথে শিক্ষকদের অবস্থান কর্মসূচি
বিশ্বনাথ প্রতিনিধি :: যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিলেটের বিশ্বনাথে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে ‘প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ-বিশ্বনাথের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত চন্দ্র পাল, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান, চৈতননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, ভোগশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার আলী, ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজমুল ইসলাম, শাহজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সল আহমদ চুপদার, ছোটখুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজা বেগম, পূর্ব শ্বাসরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা আক্তার রোজি।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে অংশ নেন মো. ওয়ালিউল্লাহ, ফয়জুন নাহার মনি, মোজাম্মেল হক, নীল উৎপল চক্রবর্তী, মঈন উদ্দিন, রোশনা বেগম, আশফাক আহমদ, মুক্তার আলী, ডলি রানী, করিমুন নাহার রুচি, সায়মা আফরিন, হোসনেআরা বেগম, নীপা রানী, ব্রেইলী রানী সরকার প্রমুখ।
বিশ্বনাথে প্রবীণ আইনজীবী আইয়ুব আলী আর নেই
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে প্রবীণ আইনজীবী মো. আইয়ুব আলী আর নেই । আজ বৃহস্পতিবার ভোর ৫টায় তিনি সিলেটের একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বৎসর। আজ বাদ জোহর মরহুমের নিজ বাড়ী বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের ইমিদপুর গ্রামের বায়তুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
প্রবীণ সমাজসেবী ও শিক্ষানুরাগী এডভোকেট মোঃ আইয়ুব আলী মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খী রেখে গেছেন।