শুক্রবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ এর সদস্য আটক
মহালছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ এর সদস্য আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ির ধুমনীঘাট, নতুনপাড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিক ফ্রন্ট ইউপিডিএফ’র (মূল) টোল কালেক্টর কল্প রঞ্জন চাকমা(২৭) কে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।
গতকাল বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
ধুমনীঘাট নতুনপাড়া এলাকায় সম্প্রতি ইউপিডিএফ (মূল)’র সশস্ত্র সন্ত্রাসী, লাহেন্দ্র চাকমার ছেলে কল্প রঞ্জন চাকমা (২৭) অবৈধভাবে চাঁদা উত্তোলন ও নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে বলে জানা যায়।
সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সেনা রিজিয়নের অন্তর্ভুক্ত মহালছড়ি সদর জোনের আওতাধীন ধুমনীঘাট নতুনপাড়া এলাকায় জোন সদর হতে একটি দল জোন কমান্ডারের নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত থেকে ১টি এলজি, ২রাউন্ড গুলি, নগদ ৪ হাজার ৭শত ৩০টাকা, ২টি মোবাইল ফোন, ১টি ব্যাগ ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
আটক সন্ত্রাসীকে মহালছড়ি সেনা জোন উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও নথিপত্রসহ মহালছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মহালছড়ি সদর জোন কমান্ডার বলেন, ইউপডিএফ’র (মূল) সশস্ত্র সদস্যরা গোপনীয়তার সাথে মহালছড়ি জোনের বিভিন্ন স্থানে চাঁদা আদায় করছে এবং ভবিষ্যতে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোন এর পক্ষ থেকে টহল পরিচালনা করে ওই চাঁদাবাজকে আটক করা হয়।