শিরোনাম:
●   দুই মালিক সমিতির দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ : ৫ হাজার শ্রমিক বেকার ●   শামছুল হক স্মৃতি আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ●   ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থলুটের অভিযোগ ●   মিরসরাইয়ে সোনালী স্বপ্নের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ●   ঘোড়াঘাটে অবৈধ দখলে রাস্তা ও ফুটপাথ জনদূর্ভোগ চরমে ●   কাউখালী পাইন বাগান দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত ●   কুষ্টিয়ায় সমিতির টাকা নিয়ে দ্বন্দ্বে যুবকের হাত কর্তন ●   অপহরণ, ধর্ষণ ও নির্যাতনে নয় পাপিয়া মারা গেছে ক্যান্সারে ●   রাউজান পৌরসভা যুবলীগের নেতাকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি ●   নান্দাইলে এক হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ●   শ্রমিকরা স্বস্তিতে না থাকলে সরকারেও স্বস্তি আসবেনা : সাইফুল হক ●   খাগড়াছড়িতে ভূমিখেকো সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ●   ঈশ্বরগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন ●   বিশিষ্ট ব্যবসায়ী হামিদ শরীফ আর নেই ●   কুষ্টিয়াতে ওয়াজ করবেন মদিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ●   লামায় বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে পিসিপির বিক্ষোভ ●   নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আত্রাইয়ে হলুদ বর্ণে সেজেছে বিস্তীর্ণ ফসলের মাঠ ●   অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষি জমি ও ঘরবাড়ি ●   সচিবালয়ে আগুন ●   মহালছড়িতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার ●   প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজতজয়ন্তী উৎসব ●   শাহরাস্তিতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত ●   পানছড়ি ৩ বিজিবি’র পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ●   ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা ●   দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ ●   ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে ●   ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে ●   কাউখালীতে উইভ এনজিওর অবহিতকরণ সভা ●   খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাঙামাটি, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে নদী খননের নামে চাঁদাবাজির মহোৎসব
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে নদী খননের নামে চাঁদাবাজির মহোৎসব
শুক্রবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে নদী খননের নামে চাঁদাবাজির মহোৎসব

--- স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথ উপজেলার উত্তর সীমান্তে সুরমা নদী থেকে উৎপত্তি হওয়া খাজাঞ্চী-মাকুন্দা-কাপনা নদীতে খননের নামে চাঁদাবাজির মহোৎসব চলছে।

লামাকাজী ইউনিয়নের বাংলাবাজার ও নোয়াগাঁও এবং রামপাশা ইউনিয়নের জমশেরপুর থেকে রামপাশা গ্রাম পর্যন্ত নদীর দুই তীরে ঘর বাড়ী ও দোকানের মালিকদের নিকট থেকে গণহারে চাঁদা নেয়া হচ্ছে।

নদী খননের সংশ্লিষ্ট ঠিকাদারের দায়িত্বে নিয়োজিত কাজের লোকদের সাথে স্থানীয় কতিপয় লোক মিলে বাড়ী-ঘর, দোকানপাট খনন করে নদী গর্ভে ভেঙ্গে দেয়ার হুমকি দিয়ে চাঁদা নেয়া হচ্ছে।

চার-পাঁচ হাজার, দশ হাজার এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকার করে ইতিমধ্যে প্রায় বিশ লক্ষাধিক টাকার মতো হাতিয়ে নেয়া হয়েছে। এলাকার বৈরাগীবাজার, বাংলাবাজারের নদীর তীরে দেড় শতাধিকের মতো দোকান ও কয়েক শতাধিক ঘর বাড়ী রয়েছে।

বিষয়টি জানার পর কয়েকজন সাংবাদিক সরেজমিনে ঘটনাস্থলে গেলে জমশেরপুর নোয়াগাঁও, আমতৈল, বৈরাগীবাজার, ধলিয়াপাড়া এলাকার হুমায়ুন আহমদ, আব্দুর রহিম, লিলু মিয়া, এমাদ উদ্দিন, আলাই মিয়া, সুরুজ আলী, নুরুল হক, মোহাম্মদ আলী সহ অর্ধশতাধিক লোকজন চাঁদা তোলার এই মহোৎসবের কথা জানান।

ঠিকাদারের ভেকু মেশিনটি নদীর তলদেশ খনন না করে নদীর তীরের পাশে যত সামান্য মাটি কেটে বিভিন্ন দোকানও বাড়ীর কাছে গিয়ে দোকান ও ঘর-বাড়ী কেটে নেয়ার হুমকি দেয় এবং স্থানীয় কতিপয় লোকগণ প্ররোচিত করে চাঁদা দিতে বাধ্য করে। অথচ নদীর মূল অংশতে কোন মাটি কাটা হচ্ছে না।

আমতৈল, জমশেরপুর এলাকার মৎস্যজীবি সম্প্রদায়ের গরীব লোকজন টাকা দিতে না পারায় তাদের ভাঙ্গনকৃত নদীর তীরও খনন করে ফেলা হয়েছে। যেকোন সময় নদীতে পানি আসলে জমশেরপুরের শতাধিক ঘর-বাড়ী নদী গর্ভে বিলীন হতে পারে।

একটি সূত্রে মতে ২৮ কিলোমিটার নদী খননের জন্য ১৩ কোটি ৪৬ লক্ষ টাকা বরাদ্ধ করা হয়। উত্তর ঢাকা, গুলশান প্লট নং-২, দর্পন কমপ্লেক্সের এসএ, এসআই ইসরাত এন্টারপ্রাইজ জেবী প্রথম ১৫ কিলোমিটার এবং পূবালী এন্টারপ্রাইজ নামে আরেকটি প্রতিষ্ঠান ১৩ কিলোমিটার নদী খননের কার্যাদেশ পায়।

মরা সুরমায় ২.২ কিলোমিটার থেকে খাজাঞ্চী নদী ১৫ কিলোমিটার পর্যন্ত প্রথম ঠিকাদারী প্রতিষ্ঠান ৪ লক্ষ ৬৫ হাজার ঘনমিটার মাটি নদীর তল দেশ থেকে কাটার কথা রয়েছে।

এতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৫৩ লক্ষ টাকা। পূবলী এন্টারপ্রাইজ দ্বিতীয় অংশে ৩ লক্ষ ২৮ হাজার ঘনমিটার মাটি কাটার কথা এবং এর ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৩ লক্ষ টাকা। মাটি কাটার পর খননকৃত মাটি দিয়ে নদীর তীর সংরক্ষণ তথা বেড়ী বাধের মতো রাস্তা করার কথা এবং বৃষ্টির পানিতে মাটি যাতে নদীতে না পড়ে সেজন্য ঘাস ও গাছ লাগানোর কথা, কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান নদী খনন করছেই না, বরং নদীর তীরের কিছু মাটি কেটে নদী ভাঙনের পথ সুগম করে দিচ্ছে।

সরকারের নিদের্শনা মতে, ২৮ কিলোমিটার নদী খননের স্থানে ১০ মিটার থেকে ২০ মিটার পর্যন্ত খননস্থান গভীর হতে হবে। যেখানে খনন হবে না, সে স্থান খননের আওতায় হিসাবও ধরা যাবে না।

২০১৭ সালের ৩ মার্চ স্থানীয় একটি দৈনিক পত্রিকায় “নদী এখন মরা গাঙ, পানি সংকটে বিশ্বনাথ” শিরোনামে একটি নিবন্ধন প্রকাশিত হওয়ার পর সিলেট পানি উন্নয়ন বোর্ড পত্রিকাটি সহ একটি প্রকল্প মন্ত্রনালয়ে প্রেরণ করা হলে, তা অনুমোদন এবং কার্যদেশের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়।

এ ব্যাপারে রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর হোসেন জানান, চাঁদাবাজির কোন অভিযোগ পাইনি। তবে ঠিকাদার নদীর চর খনন করে নদীর তীরে মাটি দিচেছ না। সিডিউল মোতাবেক কাজ করার জন্য দাবী করছি।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের আসিফ নামের এক কর্মকর্তা জানান, টাকা উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। তবে ঠিকাদারকে সিডিউল মোতাবেক কাজ করার জন্য কঠোর নিদের্শনা প্রদান করা হয়েছে। কাজের তদারকি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখবো বলে তিনি জানান।

বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে মিতালি যুব সংঘ চ্যাম্পিয়ন

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে আজ শুক্রবার ১৮ ফেব্রুয়ারি রাজনগর মাঠে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে মোহামেডান স্প্রোটিং ক্লাব চান্দশির কাপনকে হারিয়ে মিতালি যুব সংঘ পূর্ব বিশ্বনাথ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জিতে নেয় প্রথম পুরস্কার এক লক্ষ টাকা।

ফাইনাল খেলা উপভোগ করতে ফুটবল মাঠে দর্শকদের তিল ধারনের ঠাই ছিল না। খেলায় উভয় পক্ষে দেশী-বিদেশী খেলোয়াড়ের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন দর্শকেরা। প্রথম ও দ্বিতীয়ার্ধের খেলা গোল শুণ্যভাবে শেষ হলে সরাসরি ট্রাইব্রেকারে গড়ায় ফাইনাল খেলা। ট্রাইব্রেকারেও হাড্ডাহাড্ডি লড়াই করে দুটি দল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নিবার্চিত হন বিজয়ী দলের গোল রক্ষক সামছুল ইসলাম।

খেলা শেষে স্থানীয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম তুহেমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই টুর্নামেন্টের অর্থ দাতা, যুক্তরাজ্য প্রবাসী মোমিন খান মুন্না, শেখ খলিল মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি গৌছ আলী, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বসির আহমদ, পৌর সভার সহায়ক কমিটির সদস্য রফিক হাসান, ফজর আলী, প্রবাসী সমুজ মিয়া, হেলাল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক আশিক আলী, কামাল মুন্না, নবীন সুহেল, মিছবাহ উদ্দিন, আব্দুস সালামসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

এদিকে, আগামীকাল শনিবার একই মাঠে প্রবাসীদের অর্থায়নে এবং উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের ২য় আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিগ ফাইনাল খেলায় বিএফসি বিশ্বনাথ বনাম হবিগঞ্জ ফুটবল দল একে পরস্পরের মোকাবিলা করবে। খেলায় দেশি-বিদেশি খেলোয়াড়রা ক্রিড়া প্রদর্শন করবে। ফাইনাল খেলা উপভোগ করতে উপজেলাসহ সকল ক্রীড়ামোধিদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি।

বিশ্বনাথে দুই মাদকসেবীকে তিন মাসের কারাদন্ড

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদকসেবিকে কারাদন্ড দেওয়া হয়েছে। বিশ্বনাথ পৌর শহরের নতুনবাজার মুফতিরগাওঁ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

আটকৃতরা হলেন, মুফতিরগাওঁ গ্রামের মৃত তফজ্জুল আলীর ছেলে মাদক সেবনকারী জামাল আহমদ (৪৫) ও ভোগশাইল গ্রামের এখলাছ মিয়ার ছেলে কামাল আহমদ (৪৫)। আটকৃতদের ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহানের নেতৃত্বে ও থানার এসআই রোমেন আহমদ ফোর্স নিয়ে জামাল আহমদের বাড়ীতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের বিভিন্ন ধরনের যন্ত্রসহ তাদেরকে আটক করেন।

পরে নির্বাহী ম্যাজিস্টেট নুসরাত জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬/৫ এর ধারায় তাদেরকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার এসআই রুমেল আহমদ বলেন, সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি জানান।

বিশ্বনাথে এইচএসসিতে জিপি এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০২১ সনের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ের হলরুমে সংবর্ধনা প্রদান করা হয়।

বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবারক আলীর সভাপতিত্বে ও অধ্যক্ষ জুবায়ের আহমদ মজুমদারের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও গভর্নিংবডির অভিভাবক সদস্য আকবর আলী বাবু, আফরুজ আলী, ফখর উদ্দিন।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আবারক আলী বলেন, আমাদের কলেজে প্রতিবছরের ন্যায় এবার ও এইচএসএসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল আসাতে আমি কৃতজ্ঞতা ভরে স্বরণ করি অত্র কলেজে যারা নিজেদের ঘামের ফসল দিয়ে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে, কারন আমরা সবচাইতে প্রবাসীদের কাছ থেকে আর্থিক অনুদান পেয়ে থাকি, শুধু তাদের কস্টের বিনিময়ে আজ আমাদের কলেজের সুনাম বয়ে আনতে পারছেন আমাদের ছাত্র ছাত্রীরা।

অভিভাবকদেরকে আমরা ধন্যবাদ জানাই এত ভাল ফলাফল তাদের ছেলেমেয়েরা আমাদেরকে উপহার দেয়ার জন্য।

এবারে ২০২১ সালের এইচ এস সি পরীক্ষায় ৫৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করে তন্মধ্যে ০৭জন জিপি এ ৫ সহ ৫১জন কৃতকার্য হয়েছে, এবং ৩ জন অকৃতকার্য হয়েছে।

উল্লেখ্যঃ ২০২১ সালে ও আমাদের কলেজ থেকে এস.এস.সি পরীক্ষায় ১২৩জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছিল, তার মধ্যে ০৭জন জিপি এ ৫ সহ, শতভাগ ফলাফল অর্জন করে এবং ২০২১ সালে এস.এস.সি পরীক্ষায় ০৬জন সাধারণ বৃত্তি অর্জন করায় প্রতিস্ঠানের মান আরও বৃদ্ধি পায়, আমি আশাবাদী আমাদের কলেজ একদিন অত্র উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ কলেজ হিসেবে রুপান্তরিত হবে, তিনি এই আশাবাদ ব্যাক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, অত্র কলেজের সহকারী প্রধান শিক্ষক, শেখ মোঃ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, সুখ রঞ্জন সরকার, মোতাহার হোসেন, মোছাঃ লিলি বেগম, মোঃ এনামুল হক,নার্গিস বানু, মোঃ হাফিজুর রহমান, মোঃ রইছ উদ্দিন, শফি উদ্দিন, ফখর উদ্দিন সুজন, প্রভাষক, আঃ সালাম, তিলোত্তমা দেব, মোঃ বেলাল আহমদ, মোস্তাফিজুর রহমান, শাহিন মিয়া ও নাদিয়া রহমান চৌধুরী প্রমুখ।

বিশ্বনাথে ট্রান্সফরমার চোর সন্দেহে যুবক আটক

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে আলী হোসেন (২৮) নামে এক যুবককে ট্রান্সফরমার চোর সন্দেহে আটক করেছে স্থানীয় জনতা।

গতকাল বৃহষ্পতিবার (১৭ ফেব্রয়ারি) রাত আড়াইটায় উপজেলার দশঘর ইউনিয়নের শমের্মদান গ্রামে তাকে আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আলী হোসেন বালাগঞ্জ থানার জালালপুর গ্রামের কালা মিয়ার ছেলে।

আজ শুক্রবার (১৮ ফেব্রয়ারি) দুপুরে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সিলেট কোর্টে পাঠায় পুলিশ।

গ্রামবাসি জানান, গেল ১৪ ফেব্রয়ারি রাতে শমের্মদান গ্রাম থেকে একই রাতে ৩টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য তিন লক্ষ আটাশ হাজার চারশত সত্তর টাকা।

এ ঘটনায় পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ছাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন।

এরপর থেকে থানা পুলিশের পাশাপাশি চুরি প্রতিরোধে নজরদারি বাড়ায় শমেমর্দান গ্রামবাসি। আটকের রাত আড়াইটায় গ্রামে সন্দেহজনক ঘুরাফেরা করতে দেখা যায় আলী হোসেনকে।

এক পর্যায়ে গ্রামবাসি তাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি সে। পরে পুলিশে খবর দিলে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গ্রেপ্তার আলী হোসেনকে ট্রান্সফরমার চুরির মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাউজান পৌরসভা যুবলীগের নেতাকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রাউজান পৌরসভা যুবলীগের নেতাকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
নান্দাইলে এক হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক নান্দাইলে এক হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
শ্রমিকরা স্বস্তিতে না থাকলে সরকারেও স্বস্তি আসবেনা : সাইফুল হক শ্রমিকরা স্বস্তিতে না থাকলে সরকারেও স্বস্তি আসবেনা : সাইফুল হক
নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আত্রাইয়ে হলুদ বর্ণে সেজেছে বিস্তীর্ণ ফসলের মাঠ আত্রাইয়ে হলুদ বর্ণে সেজেছে বিস্তীর্ণ ফসলের মাঠ
অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষি জমি ও ঘরবাড়ি অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষি জমি ও ঘরবাড়ি
ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা
দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ
ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে
ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)