রবিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বসতঘর পুড়ে যাওয়ায় দিশেহারা মৎস্যজীবী পরিবার
বিশ্বনাথে বসতঘর পুড়ে যাওয়ায় দিশেহারা মৎস্যজীবী পরিবার
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ উপজেলা রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে যাওয়ায় দিশেহারা হয়েছে পরেছেন এক মৎস্যজীবী পরিবার।
শুধু ঘর ও ঘরের আববাসপত্রই নয় আগুণে পুড়ে ছাই হয়ে গেছে ওই পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল মাছ ধরার জালও। এতে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় ওই পরিবারের সদস্যরা। আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে।
জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি রাতে অগ্নিকান্ডে আমতৈল (কুনাউরা) গ্রামের আলিম উল্লাহ উরফে কুতুব উদ্দিনের টিনসেড বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় লোকজন অনেক্ষণ চেষ্ঠা ছালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনার পূর্বে ঘরে থাকা আসবাপত্রসহ সবকিছু পুড়ে যায়। শুধু তাই নয় ওই পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল মাছ ধরার জালও আগুণে পুড়ে গেছে।
এতে প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। থাকার ঘর না থাকায় দিশেহারা হয়ে ১২ সসস্যের ওই পরিবার বর্তমানে আশ্রয় নিয়েছেন গ্রামের অন্যের একটি বাড়িতে। স্থানীয় লোকজনদের ধারণা বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্থ পরিবারের গৃহকর্তা আলিম উল্লাহ উরফে কুতুব উদ্দিন বলেন, আগুণে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। থাকার র না থাকায় স্ত্রী-সন্তানসহ পরিবারের সস্যদের নিয়ে আমি অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। মাথাগুজার ঠাই করা তো দূরের কথা, জীবিকা নির্বাহের জন্য মাছ ধরার জালই কিনতে পারবো না। এজন্য তিনি সরকার ও বিত্তবানদের সহযোগিতার কামনা করেন।
বিশ্বনাথে এন্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
বিশ্বনাথ :: অনৈতিক সুবিধা নিয়ে ভূঁয়া ম্যানেজিং কমিটি গঠন, সরকারি বরাদ্দের অর্থ, স্কুলের পুরাতন ভবন, গাছগাছালি ও টিন বিক্রির অর্থ আত্মসাৎসহ দুর্নীতির এন্তার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার মিরেরচর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলি রানী শিকদার’র বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা সিলেট জেলা বিভাগীয় উপ-পরিচালকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
অভিযোগে উল্লেখ করা হয়, স্কুলের প্রধান শিক্ষক অঞ্জলি রানী শিকদার একজন রগচটা, বদমেজাজি ও অহংকারী মানুষ। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অহেতুক সব সময় অসদারচন করেন।
তার বেদম প্রহারের ভয়ে ইতিমধ্যে প্রতিষ্ঠান ত্যাগ করেছে একাধিক শিক্ষর্থী। অবিবাহিত একজনকে অভিভাবক সদস্য দেখিয়ে ভূঁয়া কমিটির সভাপতি করেছেন। সিনিয়র শিক্ষকদের উপেক্ষা করে সদস্য করেছেন জুনিয়রদের।
রজস্ব ফাঁকি দিতে, সরকারি বিধি অমান্য করে তিনি স্কুলের পুরাতন ভবন টেন্ডার ছাড়া ভেঙ্গে অর্থ আত্মসাত করেছেন। স্কুলের যাবতীয় বরাদ্দ নয়-ছয় করতে‘ লুটেখা’দের নিয়ে ইচ্ছেমতো কমিটি তৈরী করে একনায়কতন্ত্র কায়েম করেছেন স্কুলে। এতে করে স্কুলে শিক্ষার পরিবেশ ও এলাকার শান্তি বিনষ্ট হচ্ছে।
অভিযোগে স্বাক্ষরকারী এডভোকেট ফখরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের সেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির কারণে অতিষ্ট স্কুলের শুভাকাঙ্খিরা। স্কুল থেকে অনেকেই তাদের বাচ্চা-কাচ্চা অন্যত্র সরিয়ে নিচ্ছেন। বর্তমানে স্কুলে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক অঞ্জলি রানী শিকদার বলেন, আমার বিরুদ্ধে সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। যিনি (স্কুলের সহকারি শিক্ষক সায়মা আফরিন) অন্যদের ম্যানেজ করে এ অভিযোগ দিয়েছেন, তার কিছুটা মানসিক সমস্যা আছে।
তার ব্যক্তিগত বিষয়কে ইস্যু বানিয়ে তিনি অহেতুক ঝামেলার পায়তারা করছেন। বিষয়টি আমি কমিটি ও সিনিয়র স্যারদের জানিয়েছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন বলেন, মিরেরচর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলি রানী শিকদার’র বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। এটি খতিয়ে দেখা হবে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিশ্বনাথে যুবকের আত্মহত্যা
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ইকবাল হোসেন নামের( ২৪) এক যুবক আত্মহত্যা করেছে।সে উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
২০ ফেব্রুয়ারী রবিবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। শনিবার রাতে বসতঘরের শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ইকবালের বড় ভাই কামাল হোসেন বলেন, সে সবার ছোট। স্থানীয় বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে শেষে রাজমিস্ত্রী পেশা বেচে নেয়।ঘটনার দিন সবার সাথে রাতের খাবারও খায়।
পরে নিজ শয়নকক্ষে গিয়ে সবার অগোচরে আত্মহত্যার পথ বেচে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এস আই অলক দাস বলেন, ভিকটিমের লাশ উদ্ধার করে মেডিকেল হাসপাতালে পাঠনো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।