সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ঢাকা » ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আজ ভাষা শহীদ দিবসে সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং ভাষা শহীদদের চেতনায় রাষ্ট্র ও সমাজ জীবনের সর্বত্র বাংলা ভাষার কার্যকারীতা ও মর্যাদা প্রতিষ্ঠার অংগিকার ব্যক্ত করা হয়।
পুষ্পমাল্য অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ, ঢাকা মহানগর নেতা আবুল কালাম ও মোহাম্মদ রিয়েল প্রমুখ নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদ মিনার চত্তরে উপস্থিত পার্টির নেতাকর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্যে সাইফুল হক বলেন, আমাদের শাসকশ্রেণী ও সরকারসমূহ একুশের চেতনার সাথে প্রতারণা করে আসছে।রাষ্ট্র ভাষা নিয়ে তারা আবেগ ব্যক্ত করে, কিন্তু বাংলাকে সর্বস্তরে ব্যবহারিক কাজের যায়গায় নিয়ে যেতে পারেনি। একুশের রাজনৈতিক চেতনার বিপরীতে তারা ভোটাধিকারসহ গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতিকে নির্বাসনে পাঠিয়েছে; সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের পরিবর্তে দমনমূলক ও চরম বৈষম্যমূলক ব্যবস্থা কায়েম করেছে।
তিনি এই অবস্থার পরিবর্তনে একুশের মত আর একটি গণজাগরণের আহবান জানান।
একই সাথে তিনি দেশের বিভিন্ন জাতি গোষ্ঠীর মাতৃভাষা বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেবারও দাবি জানান।
সারাদেশেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।