বুধবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » সিন্দুকছড়িতে ইউপিডিএফ এর সদস্য আটক
সিন্দুকছড়িতে ইউপিডিএফ এর সদস্য আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা সেনা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের বিশেষ অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিক ফ্রন্ট ইউপিডিএফ’র (মূল) দলের টোল আদায়কারী অং চিং মারমা (৫০) কে আটক করেছে সেনাবাহিনী।
গেতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের গুজাপাড়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে তার কাছ থেকে তল্লাশী চালিয়ে ২টি মোবাইল, ৩টি টোল সংগ্রহের নোট বই, ১টি নোট বই, ১টি চশমা, ১টি টর্চলাইট, ১টি সিগারেটের প্যাকেট, ১টি ব্যাগসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটক সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা গেছে। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিক ফ্রন্ট ইউপিডিএফ’র (মূল) দলের একজন সক্রিয় টোল কালেক্টর।
সিন্দুকছড়ি জোন কমান্ডার জানান, পার্বত্য চট্রগ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।