শুক্রবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন
পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা অনির্বান শিল্পীগোষ্ঠীর আয়োজনে শতাধিক বিভিন্ন সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহায়ক গাইড , ভর্তির জন্য নগদ অর্থ , শিক্ষা সামগ্রী ও ২০২১ সালের এইচ এস সি পরিক্ষায় জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করা হয় ।
আজ ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টায় অনির্বান শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে শতাধিক বিভিন্ন সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহায়ক গাইড ভর্তির জন্য নগদ অর্থ শিক্ষা সামগ্রী ও ২০২১ সালের এইচ এস সি পরিক্ষায় জিপিএ - ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভায় শহিদুল ইসলাম এর পরিচালনায় সভাপতিত্ব করেন অনির্বান শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়নাথ দেব।
প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানা তদন্ত ওসি কামরুজ্জামান, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুজ্জামান। অনির্বান শিল্পীগোষ্ঠীর সাধারন সম্পাদক মিঠুন সাহা স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থী ও অভিবাবক ।