শুক্রবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে কৃষক নিহত
খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে কৃষক নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরের সাতভাইয়া পাড়ার নিজ বাড়ির সামনে তন বিহারী চাকমা(৬৫) নামের এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সন্ত্রাসীদের গুলিতে নিহত তন বিহারী চাকমা ওই এলাকার লক্ষ্মীধন চাকমার ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়ির সামনে বসেছিলেন তন বিহারী চাকমা। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খাগড়াছড়িতে পুলিশের ৫ভবন উদ্বোধন করলেন আইজিপি
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় নবনির্মিত নারী ব্যারাক ভবন, ৬তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ দৃষ্টি নন্দন ৫ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে তিনি আনুষ্ঠানিকভাবে
নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
এ সময় পুলিশ সদস্যদের সালাম গ্রহণ শেষে বৈদ্যুতিক সুইজ টিপে নবনির্মিত নারী ব্যারাক ভবনসহ নবনির্মিত ৬তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি থানা ভবন, ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন।
পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ফিতা কেটে ভবন পরির্দশন করেন এবং পরে বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি আইজিপি ড. বেনজীর আহমেদ।
একই সাথে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় অংশ নেন তিনি। এর আগে তিনি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মো. সাইফুল ইসলাম বিপিএম (বার), খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজসহ পুলিশ কর্মকর্তারা এতে অংশ নেন।
মানিকছড়িতে প্রবাসীর নিজ অর্থায়নে অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদ ভবন উদ্বোধন
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি যোগ্যাছোলা ইউনিয়নের ফকিরটিলা জামে মসজিদটি মালদ্বীপ প্রবাসী মো. সোহেল রানা মানিক
ব্যক্তিগত অর্থায়নে অর্ধকোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করে দিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বাদ জোহর মসজিদ ভবনটি উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
এ সময় মালদ্বীপ প্রবাসী মো. সোহেল রানা মানিকের পিতা মো. আবদুল হামিদ সরকার, ভাই মো. রফিকুল ইসলাম সরকার, বাবুল সরকার, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এস.এম. রবিউল ফারুক, শিক্ষক এম.কে আজাদসহ স্থানীয় নেতাকর্মী, মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রবাসী মো. সোহেল রানা মানিক ও তার ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ এলাকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি অসহায়, হত-দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
সেই সাথে যোগ্যাছোলা ইউনিয়ন ব্যাপী বেশ কয়েকটি সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানসহ গৃহহীন হত-দরীদ্রকে গৃহনির্মাণ করে দিয়েছেন।