সোমবার ● ২১ মার্চ ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঈশ্বরদীর প্রধান পোষ্ট অফিসে লোকবল সংকটে ভোগান্তি: আতংকের মধ্যেও কোটি টাকা লেনদেন
ঈশ্বরদীর প্রধান পোষ্ট অফিসে লোকবল সংকটে ভোগান্তি: আতংকের মধ্যেও কোটি টাকা লেনদেন
ঈশ্বরদী প্রতিনিধি :: দীর্ঘদিন থেকে লোকবল ও পাহারাদার সংকট, স্ট্রংরুমের অভাবসহ নানা সমস্যায় জর্জরিত ঈশ্বরদীর প্রধান পোস্ট অফিসের। স্বাভাবিক কাজ কর্ম পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষের ৷ প্রতিদিন প্রায় গড়ে দেড় কোটি টাকা লেনদেন করে সরকারকে কাঙ্খিত পরিমান রাজস্ব আয় করে দিলেও উর্দ্ধতন কর্তৃপক্ষের নজর নেই এই পোস্ট অফিসের প্রতি ৷ ঈশ্বরদী প্রধান পোস্ট অফিসের দায়িত্বশীল একাধিক সুত্রের দেওয়া তথ্যে এসব জানা গেছে ৷
সুত্রমতে, দেশের অনেক জেলার চেয়েও গুরুত্বপূর্ণ ঈশ্বরদীর প্রধান পোস্ট অফিসটি শহরের প্রাণ কেন্দ্র পাবনা রোডে অবস্থিত ৷ এখানে অসংখ্য গ্রাহক রয়েছে ৷ যারা এফডিআর, পারিবারিক সঞ্চয়পত্র ও ফিক্সড ডিপোজিটসহ নানাপ্রকার একাউন্টে প্রতিদিন লেনদেন করে থাকেন ৷ কোন কোন ক্ষেত্রে যে কোন তফশিল ব্যাংকের চেয়েও বেশী লেনদেন হয়ে থাকে ৷ অথচ দীর্ঘদিন থেকে এখানে লোকবলের সংকট রয়েছে ৷ এই অফিসে একজন পরিদর্শক ও একজন পোস্ট মাস্টার কর্মরত আছেন ৷ একইভাবে ৮ জন অপারেটর পদের অনুকুলে কর্মরত ২ জন,৮ পোস্টম্যান পদের অনুকুলে ৬ জন কর্মরত আছেন ৷ লক্করঝক্কর মার্কা একটি স্ট্রং রুম থাকলেও মজবুত করা হয়নি ৷ মুল্যবান কাগজ ও দলিল পত্র রাখার সুব্যবস্থাও নেই এখানে ৷ কোটি কোটি টাকা লেনদেন করা হলেও কোন পাহারাদার নেই ৷ এসব কারণে প্রতিদিন গ্রাহক ,পরিদর্শক , কর্মরত মাস্টারসহ অন্যান্য স্টাফদের ভোগান্তির শিকার হতে হচ্ছে ৷ প্রতিদিন গ্রাহক ও প্রত্যেক স্টাফকে আতংকের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে ৷