শনিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ফসলী জমির ক্ষতি করে বিক্রি করা হচ্ছে মাটি
রাউজানে ফসলী জমির ক্ষতি করে বিক্রি করা হচ্ছে মাটি
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে ফসিল জমির ক্ষতি করে বিক্রি হচ্ছে মাটি। উপজেলার পৌরসভার এলাকার ছত্রপাড়ায় থেকে এসব কৃষিজমি কেটে মাটি নেয়া হচ্ছে বিভিন্নস্থানে। জমির মাটি কেটে গ্রামের রাস্তা ঘাটের ও এলাকার পরিবেশ দূষিত করা হচ্ছে।
সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায়, প্রায় এক একর জমি থেকে মাটি উঠিয়ে গভীর কুপে পরিণত করা হয়েছে। স্কেলেবেটর ব্যাবহার করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকে উঠিয়ে। এভাবে মাটি নেয়ার ফলে আশেপাশের জমি কুপে ধসে পড়ার হুমকিতে রয়েছে। এ ব্যাপারে কাউন্সিলর আজাদ হোসেন বলেন, স্কেলেভেটর ব্যবহার করে কৃষি জমিতে থেকে মাটি উঠিয়ে নেয়ার বিষয়ে তিনি বলে বেরুলিয়া খাল খনন করার জন্য স্কেলেভেটর এনেছিল তারা। খাল না কেটে পুকুর কাটা মাটি দিয়ে কৃষিজমি ভরাট করা হচ্ছে। কোনো বিশেষ প্রয়োজনে কৃষি জমি থেকে মাটি নিতে হলে পৌর কর্তৃপক্ষের অবশ্যই অনুমতি নিতে হয়। এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ছত্রপাড়ায় কৃষিজমিতে পুকুর খনন অথবা খনন করে মাটি কাটার কোনো অনুমতি কোনো ব্যক্তিকে দেয়া হয়নি।