শনিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ আটক-২
রাঙামাটিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ আটক-২
স্টাফ রিপোর্টার :: ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ এর সার্বিক তত্বাবধানে ও নির্দেশনায় পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে রাঙামাটি কোতোয়ালি থানার তবলছড়ি অফিসাস কলোনী, পাবলিক হেলথ ও উত্তর বিহারপুর এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কোতয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে বেলাল (৫৫), পিতা- মৃত আব্দুল মান্নান, সাং- তবলছড়ি অফিসাস কলোনী।
ইসমাইল হোসেন (২৫), পিতা- ফজর আলি, সাং- পাবলিক হেলথ (লিটনের ভাড়াটিয়া)আটক করা হয়। এছাড়া উদ্দীপন চাকমা প্রকাশ মিশুক চাকমা (৪১), পিতা- জয় চন্দ্র চাকমা, মতা- পুলবি চাকমা, সাং- উত্তর বিহারপুর,(আসামী পালাতক), ৫৩ পিস ইয়াবা, ৪০ লিটার চোলাই মদ,৭০০ লিটার ওয়াশ এবং নগদ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারনির ২৪ (খ) ধারায় রাঙামাটি কোতোয়ালি থানায় তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং- ১২,১৩ ও ১৪, তারিখ- ২৫/০২/২০২২ ইংরেজি।
আটককৃত আসামীদের রাঙামাটি আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের ২৬ ফেব্রুয়ারি শনিবার রাঙামাটি জেলহাজতে প্রেরণ করার আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ।