রবিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত জখম-৪
মোরেলগঞ্জে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত জখম-৪
এস.এম. সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় ৪ জন রক্তাক্ত জখম হয়েছে । এ ঘটনায় রবিবার মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। আহতরা হল, আমিনুল ইসলাম মিলন(৩৯), সজল শেখ (২০),হাসিব শেখ (১৮) ও রিয়াজুল ফরাজী (২৪)। গুরুতর জখম আমিনুল ইসলাম মিলন কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, ঘটনার দিন শনিবার পঞ্চকরণ গ্রামের সোহরাব হোসেন হাওলাদারের ছেলে আমিনুল ইসলাম মিলন মাটি কাঁটা শ্রমিক নিয়ে ভোগদখলীয় জমিতে যায়। এসময় জমিতে মাটি কাঁটার কাজ চলাকালীন সময়ে ১০-১৫ জনের সশস্ত্র দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে তাাদর উপর সশস্ত্র হামলা চালায়। হামলায় আমিনুল ইসলাম মিলন সহ ৪ জন আহত হয়।
আহতদের প্রথমে মোরেলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মিলনের অবস্থায় অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। আহত মিলানের পিতা সোহরাব হোসেন হাওলাদার বাদী হয়ে সুমন শেখ, আলী আকবর কালু সহ নামীয় ৯ জন ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
থানা অফিসার ইন চার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
মোরেলগঞ্জের মেধাবী সন্তান নিয়ামুল হাসান সাকিব এর কৃতিত্ব
বাগেরহাট :: একাউন্টিং বিষয়ে ২০০ মার্কের মধ্যে ২০০ পেয়ে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জের মেধাবী সন্তান মো. নিয়ামুল হাসান সাকিব।
রাজধানীর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি’তে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নিয়ামুল হাসান সাকিব মোরেলগঞ্জ পৌরসভার এসএম কলেজ রোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. কামাল হোসেন ও নাসরিন জাহানের ছেলে। সাকিব সামসুল হক স্কুল এন্ড কলেজ থেকে ২০১৯ সালে এসএসসিতে ও ২০১৬ সালে নিউ ভিষন স্কুল থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। এছাড়া ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও সে জিপিএ-৫ পেয়েছিল। মো. নিয়ামুল হাসান সাকিব ভবিষ্যতে একজন সফল ব্যবসায়ী হতে আগ্রহী।
নিয়ামুল হাসান সাকিবের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, একাউটিংয়ে ২০০ মার্কের মধ্যে ২০০ পেয়েএইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেতে আমার ছেলে অনেক পরিশ্রম করেছে। ছেলের ভালো ফলাফলে আমরা খুশি। আলাপকালে মো. নিয়ামুল হাসান সাকিব সকলের কাছে দোয়া চেয়ে বলেন, এ সাফল্যের পিছনে আমার বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকার অবদান রয়েছে। এ সময় তিনি আরও বলেন, ভবিষ্যতে একজন সফল ব্যবসায়ী হতে চাই।