সোমবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে চুরির ধরন পাল্টে গেছে , দিনদুপুরে উধাও হচ্ছে গরু
বিশ্বনাথে চুরির ধরন পাল্টে গেছে , দিনদুপুরে উধাও হচ্ছে গরু
বিশ্বনাথ প্রতিনিধি :: চুরির ধরন পাল্টানোর পাশাপাশি সময়ও পাল্টেছে গরু চোরেরা। রাতের চেয়ে এখন দিনদুপুরেই উধাও হচ্ছে একাধিক গরু। চোরচক্র অভিনব কায়দায় প্রাইভেটকার, মাইক্রোবাস ও মিনি পিকআপে করে গরু নিয়ে চম্পট দিচ্ছে চোখের পলকেই। চোরদের ভয়ে রাত-দিন আতংঙ্কে কাটছে সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষকদের।
সূত্র জানায়, সম্প্রতি দিনের বেলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে উধাও হচ্ছে গরু-ছাগল। সকালে মাঠে গরু-ছাগল বেঁধে রেখে এসে, পরে দুপুরের দিকে গিয়ে আর তা পাচ্ছেন না কৃষকরা। বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যেই গরু-ছাগল চুরি হচ্ছে বেশি। ভোর হলেই সুবিধা মতো যানবাহন নিয়ে বেড়িয়ে পড়ে সংঘবদ্ধ একাধিক চোরচক্র।
তারা কৃষকদের নজরদারি করে, সুযোগ বুঝে ঝটপট গবাদি পশু নিয়ে পালিয়ে যাচ্ছে। সম্প্রতি উপজেলার সদর ইউনিয়নের তাজমহরম গ্রামের কৃষক নছির আলীর দুটি ও হিমিদপুর গ্রামের আমীর আলীর একটি গরু নিয়ে যায় চোরেরা।
যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। গত শুক্রবার (২৫ ফেব্রয়ারি) সকাল ১০টা থেকে ১২টার মধ্যে কৃষকদের বাড়ির পার্শ্ববর্তী ধানী জমিতে থাকা এ গরুগুলি চুরি হয়।ওই এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই সময়ে সন্দেহজনক ভাবে একই স্থানে ঘুরাফেরা করছে একটি প্রাইভেট কার। এরপরেই উধাও হয় গরু।
কৃষক আমীর আলী জানান, গরু চোরদের কারণে রাত-দিন আতঙ্কে কাটছে আমাদের। আমাদের গরুগুলো চুরির দুই সপ্তাহ পূর্বেও চুরি সংঘটিত হয়েছে। ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয় গবাদি পশু।
আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। দরিদ্র নছির আলী বলেন, আমার সম্বল দুটি গরু চুরি হওয়ায় আমার পরিবার দিশেহারা।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, দিনে-দুপুরে চুরি সংঘটিত হওয়ার খবর আমাদের কেউ অবগত করেনি। খোঁজ-খবর নিয়ে এ বিষয়ে প্রায়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।
বিশ্বনাথে নার্গিস এইচএসসি’তে জিপিও ৫ অর্জন
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের নাজিয়া নার্গিস এবছর ২০২১ সালে এইচএসসিতে আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে মানবিক বিভাগে পরিক্ষা দিয়ে জিপিএ ৫ অর্জন করেছে।
সে (নার্গিস) উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার ও দৌলতপুর গ্রামের আলী আকবর মিলনের মেয়ে।
নার্গিস লেখাপড়া করে আগামীতে আরও ভাল ফলাফল অর্জন করতে চায়। এবং তার (নার্গিসের) পরিকল্পনা সে ইংরেজিতে অনার্স শেষ করে মানুষ গড়ার কারিগর তথা শিক্ষকতার মতো মহান পেশার নিজেকে নিয়োজিত করতে চায়।
নার্গিসের পিতা সাবেক ইউপি সদস্য আলী আকবর মিলন বলেন আমার মেয়ের ভাল ফলাফল অর্জন করার পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম ও সাধনা জড়িত আমি তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং অত্র প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল কলাকৌশলিদের প্রতি রইলো ভালবাসা।আমি সকলের নিকট দোয়া কামনা করি।
আমার মেয়ে আপনাদের সবার দোয়ার বদৌলতে আগামীতে আরও ভাল ফলাফল অর্জন করবে আমি এই আশাবাদ ব্যাক্ত করি।