রবিবার ● ৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » সিমেটিয়াম: ৬ জিবি র্যামের স্মার্টফোন
সিমেটিয়াম: ৬ জিবি র্যামের স্মার্টফোন
অনলাইন ডেস্ক:: স্মার্টফোনের বাজারে ঝড় তুলে আসছে দুর্দান্ত এক স্মার্টফোন। ফোনটির নাম সিমেটিয়াম। সুইডেনের এই উৎপাদনকারী প্রতিষ্ঠান দাবি করছে তাদের ফোন দিয়ে কম্পিউটারের সব কাজই করা যাবে। এটি হবে কম্পিউটারের বিকল্প।
সিমেটিয়ামের ফোনে বেশ কিছু বিশেষ ফিচার থাকছে। সিমেটিয়ামের প্রথম ফোনটির ডিসপ্লে হবে ৫ ইঞ্চির। ওএলইডি ডিসপ্লেতে থাকছে ১০৮০ পিক্সেল। এই ডিসপ্লেতে থাকবে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন ৪। এটির প্রসেসর হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২৯। থাকছে ৬ জিবি র্যাম।
ফোনটিতে ৪ হাজার মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি সংযোজন করা হবে।
সিমেটিয়াম ফোনটি ফোরজি এবং ইউএসবি সিপোর্ট নেটওয়ার্ক কানেকটিভি থাকছে। ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি মেমোরি ভার্সন ফোনটি পাওয়া যাবে।
ফোনটির রিয়ার ক্যামেরা হবে ২৪ মেগাপিক্সেলের। ফ্রন্টে থাকছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এটির অপারেটিং সিস্টেম হবে অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো।
স্মার্টফোন তৈরির জন্য সিমেটিয়াম একটি প্রজেক্ট হাতে নিয়েছে। এই প্রজেক্টের তহবিলে ইতোমধ্যে ১২ লাখ ৫০ হাজার ডলার জমা হয়েছে। খুব শিগগিরই স্মার্টফোন তৈরির কাজে লেগে পড়বে প্রতিষ্ঠানটি। আপেলোড : ৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৩০ মিঃ