মঙ্গলবার ● ১ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে পুলিশ ডে উদযাপন
খাগড়াছড়িতে পুলিশ ডে উদযাপন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে-২২ উদযাপন করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার ১ মার্চ জেলা পুলিশ লাইন্সে এ মেমোরিয়াল ডে উদযাপন করা হয়।
এসময় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজের সভাপতিত্বে খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার এর (অতিরিক্ত ডিআইজি) পিপিএম কমান্ড্যান্ট মোঃ আওরঙ্গজেব মাহবুব।
প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার এর (অতিরিক্ত ডিআইজি) পিপিএম কমান্ড্যান্ট মোঃ আওরঙ্গজেব মাহবুব বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা জনগণের সেবায় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে পুলিশ। তাই পুলিশ সদস্যদের যেকোনো বিপদে পুলিশ বাহিনী তাদের পরিবারের পাশে আছে, থাকবে।
খাগড়াছড়ি পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ আবদুল আজিজ বলেন, পুলিশ বাহিনীর যে কোন সদস্যের বিপদে পাশে আছি। একে অপরের পরিপুরক হয়ে দেশের কল্যাণে নিজেদের নিবেদীত রাখতে হবে।
অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত ৬পুলিশ সদস্যদের পরিবারকে ক্রেস্ট উপহারসহ সম্মাননা দেয় খাগড়াছড়ি জেলা পুলিশ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মনিরুজ্জামান, খাগড়াছড়ি এএন্ডএসটিসি অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, সহকারী পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম, খাগড়াছড়ির মহালছড়ি এ্যাডজুটেন্ট মোঃ কামরুল হাসান, খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ প্রমূখ।
মহালছড়ি সেনা জোনের মাসব্যাপী কম্বল ও লেখ্য সামগ্রী বিতরণ
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি সেনা জোনের আওতাধীন কয়েকটি এলাকায় মাসব্যাপী কম্বল এবং লেখ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১ মার্চ মহালছড়ি জোনের জোন কমান্ডারের নির্দেশক্রমে অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মহালছড়ি জোন জনসাধারনের চিকিৎসা সেবার জন্য মেডিকেল ক্যাম্পেইন, আর্থিক সহায়তা, গৃহ নির্মাণ সামগ্রী, বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি শীতবস্ত্র এবং লেখ্য সামগ্রী বিতরণসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ ধারাবাহিকতায়
ধুমনীঘাট আর্মি ক্যাম্পের আওতাধীন ধুমনীঘাট পাড়া, কেংগালছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন দুরপুঞ্জুনালা, কেরেংগানালা, বিমল চন্দ্র কারবারী পাড়া, দাতকুপ্যা আর্মি ক্যাম্পের আওতাধীন বিহারপাড়া, চেয়ারম্যান পাড়া, ইসলাম নগর, কারবারী পাড়া, যাদুগানালা এবং জংলী টিলা আর্মি ক্যাম্পের আওতাধীন উচাইপাড়া, গোয়ামাতপাড়া নামক স্থানে মাসব্যাপী শীতবস্ত্র কম্বল এবং লেখ্য সামগ্রী বিতরণ করা হয়।
মহালছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকার গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের মাঝে শীতবস্ত্র এবং লেখ্য সামগ্রী বিতরনে সহায়তা প্রদান করে। এই কর্মসূচীর মাধ্যমে অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার ধর্ম, বর্ণ নির্বিশেষে ১২’শ এর বেশি পরিবার সুফল ভোগ করে আসছে।
মহালছড়ি জোনের জোন কমান্ডার লে.কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন, (পিএসসি) বলেন, পার্বত্য এলাকায় সাধারণ জনগণের মাঝে মহালছড়ি জোন কর্তৃক এ মানবিক সহায়তা কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। মহালছড়ি জোন জনগণের সেবায় সর্বদা সচেষ্ট। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রমের লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে
২০৩পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের গাড়িতে হামলা চেষ্টায় আটক-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীকে বহনকারী সরকারি গাড়িতে হামলা চেষ্টার অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পুকুর পাড়ে এ হামলার ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম রমজান হোসেন (১৬)। সে জেলা সদরের ইসলামপুর এলাকার নুর মিয়ার ছেলে এবং খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী শিক্ষার্থী।
পুলিশ জানায়, খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়ার বাসায় ফিরছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় পথের ধারে ডাব বিক্রেতার কাছ থেকে দাঁ ছিনিয়ে নিয়ে চেয়ারম্যানকে বহনকারী পাজেরো গাড়িতে হামলার চেষ্টা করে। চেয়ারম্যানের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে সে খাগড়াছড়ি সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
আটককৃ যুবকের বাবা নুর মিয়া জানান, দিনমজুরী করে তিনি সংসার চালান। ২০২০ সালের শেষ দিকে তার বড় ছেলে রমজান মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পরবর্তীতে তাকে চট্টগ্রামে চিকিৎসা করানো হয়। মাঝখানে সুস্থ হয়ে ওঠে কিছু দিন ধরে আবারও অসুস্থ হয়ে পড়েছে। অর্থের অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেন না বলে তিনি জানান।
খাগড়াছড়ি সদর থানার ডিউটি অফিসার এসআই মো. জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃকত ছেলেটি মানসিক ভারসাম্যহীন। জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।