বুধবার ● ২ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দ্রব্যমূলোর উর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
দ্রব্যমূলোর উর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার :: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলোর উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কমূসূচির অংশ হিসাবে রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ২ মার্চ বুধবার দুপুর ১২ টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির মস্যৎ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডঃ দিপেন দেওয়ান, সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, কেন্দ্রীয় যুবদল যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ শিশির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল সহ সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বুলু, জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ সাইফুল ইসলাম পনির, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি এডঃ মামুনুর রশীদ মামুন, রাঙামাটি জেলা যুবদল সাধারন সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, রাঙামাটি জেলা জাতীয়তাবাদী তাঁতীদল সভাপতি মো. আনোয়ার আজিম, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, রাঙামাটি জেলা কৃষকদল যুগ্ম আহবায়ক অলক প্রিয় চৌধুরী রিন্টু, জেলা জাসাস সাধারন সম্পাদক কামাল হোসেন ও জেলা মহিলা দল সাধারন সম্পাদক সাহেদা আলম।
এসময় জেলা এবং উপজেলা বিএনপি,ছাত্রদল ,যুবদল , স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাতী দল ও শ্রমিক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, অবৈধ পথে ক্ষমতায় আসায় সরকার দেশের সবকিছু নিয়ন্ত্রন রাখতে পারছে না। যার প্রভাব গিয়ে পড়েছে নিম্ম ও মধ্যবিত্ত লোকদের ওপর। নিত্যপন্য পাগলা ঘোড়ার মত বৃদ্ধি পাচ্ছে । এতে সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা স্পষ্ট হয়েছে। এছাড়া নির্দলীয়- নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এসরকারের অধিনে সুষ্ঠ নির্বাচন হবে বলেও মত প্রকাশ করেন।
তার আগে সকাল থেকে খন্ড খন্ড মিছিল সহকারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ স্থলে সমবেত হয়।
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।