বুধবার ● ২ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » হিলট্র্যাক্টস রেগুলেশন আইন পুনঃবহালের দাবীতে খাগড়াছড়িতে স্মারকলিপি
হিলট্র্যাক্টস রেগুলেশন আইন পুনঃবহালের দাবীতে খাগড়াছড়িতে স্মারকলিপি
খাগড়াছড়ি প্রতিনিধি :: ১৯০০ সালের হিলট্র্যাক্টস বিধিমালা পুনঃবহালের দাবীতে খাগড়াছড়িতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারক লিপি প্রদান করেছে জেলা হেডম্যান এসোসিয়েশন।
বুধবার ২ মার্চ বেলা ১২টায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করে, হেডম্যান এসোসিয়েশন।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি ও হাফছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের সহ-সভাপতি আনেউ চৌধুরী নয়ন, খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রনজিত ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চাইলাপ্রু চৌধুরী, সিএইচটি নারী হেডম্যান নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরা, বাইল্যাছড়ি মৌজার হেডম্যান ত্রিদ্বীব নারায়ন ত্রিপুরা, বাঙ্গালকাঠি মৌজার হেডম্যান নিবুল লাল রোয়াজা, দলদলি মৌজার হেডম্যান দ্বীন মোহন এিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মৌজার প্রায় ২শতাধিক হেডম্যান ও কার্বারী।
পানছড়িতে দেড় হাজার পিচ ইয়াবাসহ আটক-১
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে ১হাজার ৫’শ পিচ ইয়াবাসহ শাহআলম (১৮) নামের একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার ২ মার্চ সকাল ৬টায় পানছড়ি বাজারের পুলিশ বক্স সংলগ্ন ত্রি-মোহনী থেকে তাকে আটক করা হয়।
আটক শাহআলম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মোচনী পাড়া ৮নং ওয়ার্ডের মৃত সাব্বির আহাম্মদের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: আনচারুল করিমের নেতৃত্বে এসআই অনিক দে ও এএসআই মঞ্জুরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় তার ব্যাগের ভিতর ৬টি প্যাকেট থেকে ১হাজার ৫’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পানছড়ি থানার ওসি জানান, কাঁধে ট্রাভেল ব্যাগ ঝুলিয়ে পানছড়ি বাজারে প্রবেশের সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় শাহ আলমকে ডাক দিলে দৌড়ে পালানোর সময় পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।