বুধবার ● ২ মার্চ ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে বসতবাড়িতে লুটপাটসহ গৃহবধূ গণধর্ষণ
মোরেলগঞ্জে বসতবাড়িতে লুটপাটসহ গৃহবধূ গণধর্ষণ
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে বসতবাড়িতে লুটপাট ও গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামের বিন্দু ডাকুয়ার বাড়িতে । অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিন ও অভিযোগে জানা গেছে, অরবিন্দ ওরফে বিন্দু ডাকুয়া (৫০), তার স্ত্রী(৪০) ও কলেজ পড়ুয়া ছেলে চন্দন ডাকুয়া (১৮) প্রতিদিনকার মত রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। রাত আনুমানিক ১টা থেকে দেড়টার দিকে বসত ঘরের সামনের পিড়ায় সিঁদ কেটে ৪ জনের মুখোশধারী দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এরপর দেশীয় ধারালো অস্ত্রের মুখে গৃহকর্তা বিন্দু ডাকুয়া ও ছেলে চন্দন ডাকুয়ার হাত, পা ও মুখ বেঁধে একটি কক্ষে জিম্মি করে রাখে। তারা প্রায় ৩ ঘন্টার মত অবস্থান করে সংঘবদ্ধ দুর্বৃত্তরা পালা করে ওই গৃহবধুকে ধর্ষণ ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা ও পৌনে ২ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা ২ বস্তা শুকনা সুপারী নিয়ে যায়। ভোর রাতে ছেলে চন্দন ডাকুয়া কৌশলে নিজে সহ বাবার বাঁধনমুক্ত করে।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী ও দুপুর ২ টার দিকে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকেল সাড়ে ৪ টার দিকে পাশবিক নির্যাতনের শিকার ওই গৃহবধুকে ডাক্তারী পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে থানা থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে। ডাক্তারী পরিক্ষার জন্য গৃহবধুকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাটে মোরেলগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার একটি র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার(ভ’মি) মো. আলী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।
উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামালের সার্বিক ব্যাবস্থাপনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আ. হান্নান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিনয় কুমার রায়, উপজেলা সমাজ সেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস প্রমূখ।