বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০২২
প্রথম পাতা » নওগাঁ » এক মাসেও সচল হয়নি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের পানির পাম্প
এক মাসেও সচল হয়নি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের পানির পাম্প
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশনে যাত্রীদের বিশ্রামাগারে একমাস যাবত পানির ব্যবস্থা নেই। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় এক মাস পূর্বে পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ার পর থেকে বিশ্রামাগারের টয়লেটগুলোতে পানি পাওয়া যাচ্ছে না।
জানা যায়, আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এ স্টেশনে ঢাকা- চিলাহাটি ও ঢাকা- পঞ্চগড়ের মধ্যে চলাচলকারি ২ জোড়া আন্ত:নগর, রাজশাহী- চিলাহাটি ও রাজশাহী- পঞ্চগড়ের মধ্যে চলাচলকারি ২ জোড়া আন্ত:নগর ও ১ জোড়া মেইল ট্রেন, খুলনা- চিলাহাটির মধ্যে চলাচলকারি ১ জোড়া আন্ত:নগরসহ ১ জোড়া মেইল ট্রেনের স্টপেজ এ স্টেশনে রয়েছে। ফলে প্রতিদিন এ স্টেশন থেকে শত শত যাত্রী ট্রেন যোগে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন। যেহেতু এ প্লাটফরমে যাত্রীদের বসার কোন ব্যবস্থা নেই তাই তাদের অধিাকাংশ সময় বিশ্রামগারে বসে অপেক্ষা করতে হয়। বিশেষ করে ট্রেন বিলম্বে চলাচল করলে এ অপেক্ষার সময় আরও বেড়ে যায়। এদিকে দীর্ঘ প্রায় এক মাস ধরে বিশ্রামাগমসহ পুরো স্টেশনের টয়লেটগুলোতে পানির ব্যবস্থা না থাকায় যাত্রী ও স্টেশন কর্মকর্তা কর্মচারিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, গত প্রায় এক মাস পূর্বে আমাদের এ স্টেশনের পানির পাম্প নষ্ট হয়ে গেছে। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে। গত প্রায় ২০/২২ দিন পূর্বে তারা এ পাম্পটি উঠিয়ে নিয়ে গেছে। কিন্তু অধ্যাবধি নতুন করে পানির পাম্প স্থাপন করা হয়নি। পানির পাম্প স্থাপনের জন্য আমি গত ২৮ ফেব্রুয়ারী শান্তাহার উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (ইলেক) কে লিখিতভাবে জানিয়েছি।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) শান্তাহারের উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (ইলেক) মো. শফিউল আলম বলেন, বিষয়টি আমাকে জানানোর পর আমি বিভাগীয় প্রকৌশলীকে বিষয়টি অবহিত করেছি। তারা বরাদ্দ দিলেই আমরা পানির পাম্পটি স্থাপন করে দেব।
আত্রাইয়ে সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ ও ২৬ মার্চ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষে আলোচনা সভা হয়। এতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস হতে উপজেলা পরিষদ মাঠে সাত দিন ব্যাপী স্বাধীনতা মেলা সেইসাথে ২৫ মার্চ কালো রাত্রি পালন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস আনন্দঘন পরিবেশে জমকালো আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ, নাজিম উদ্দিন মন্ডল, মঞ্জুরুল আলম শেখ, খবিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, স¤্রাট হোসেন, নাজমুল হক নাদিম, আফজাল হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, এস আই চাঁদ আলী, সরকারের বিভিন্ন দফতরের অফিসারবৃন্দ, স্কুল ও কলেজ প্রধান, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ প্রমুখ উপস্থিত ছিলেন।