রবিবার ● ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে জেলা ছাত্রদল দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ করেছে।
রবিবার ৬ মার্চ জেলা বিএনপি কার্যালয় সম্মুখে আয়োজিত সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল।
এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল কাশেম রাসেল, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানাসহ জেলা, উপজেলা, পৌর ছাত্রদলের নেতারা।
বক্তারা বলেন, রাষ্ট্রে এখন একনায়তন্ত্র চলছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে অবৈধ এই সরকার পুরোপুরি ব্যর্থ।
তাঁরা এখন জনগণের অর্থ লুটেপুটে খেয়ে তেল, গ্যাস, পানি বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ জনগণকে জিম্মি করেছে সরকার।
সরকার পালানোর পথ খুঁজে পাবে না জানিয়ে বক্তারা অবিলম্বে সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা করে সব ধরনের প্রত্যাশা পূরণের দাবি জানান।
গুইমারায় শিক্ষকের বিরুদ্ধে ২ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
খাগড়াছড়ি :: খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজ চলাকালীন প্রভাষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (৩ মার্চ) গুইমারা সরকারি কলেজ অডিটোরিয়ামের ইংরেজি ক্লাস শেষে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই শিক্ষক একই কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক অর্জুন কুমার নাথ।
ভুক্তভোগী ছাত্রী একজন গুইমারা কলেজের বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী অরেকজন ব্যাবসা শিক্ষা ২য় বর্ষের ছাত্রী।
জানাযায়, বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষের ইংরেজি ক্লাস শেষে ওই ছাত্রীরা একসাথে গ্রুপ স্টাডি করছিলো। এ সময় প্রভাষক অর্জুন কুমার নাথ ৭মার্চ রচনা প্রতিযোগীতার প্রস্তুতি নিয়ে হলে ঘোষণা শেষে ফেরার সময় ওই দুই ছাত্রীকে নানাভাবে শ্লীলতাহানি করেন অভিযুক্ত ওই শিক্ষক।
ওই ছাত্রীরা তাৎক্ষণিক কোন প্রতিবাদ না করে বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে তারা পরিবারকে সব ঘটনা জানালে শুক্রবার মুঠোফোনে ও শনিবার পরিবারের সদস্যরা কলেজ অধ্যক্ষের কাছে অভিযোগ করেন।
পরে সকাল ১০থেকে ১১টা পর্যন্ত গুইমারা সরকারি কলেজ অধ্যক্ষ তার নিজ কার্যালয়ে অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রীদেরকে নিয়ে মুখোমুখি করে অভিযোগ সম্পর্কে শোনেন। ওই সময় কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষকদের জেরার মুখে অভিযুক্ত প্রভাষক অর্জুন কুমার নাথ ওই ছাত্রীর শরীরে হাত দেওয়া ও অশালীন কথা বলার কথা স্বীকার করেন।
এই ঘটনায় গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন বলেন, গুইমারা সরকারি কলেজে এমন ঘটনা মেনে নেয়া যায় না। তবে প্রভাষক অর্জুন কুমার নাথ সকল দোষ শিকার করেছেন এবং অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন সকল শিক্ষার্থীদের সামনে। এর পর শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে প্রভাষক অর্জুন কুমার নাথ কে সাময়িক ভাবে ১মাসের জন্য কলেজের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেন।
আগামি দশ দিনের মধ্যেই জীববিজ্ঞানের নতুন প্রভাষক নিয়োগ দিবেন বলে শিক্ষার্থীদের আস্বাস দেন।
শুক্রবার অভিযুক্ত শিক্ষক অর্জুন কুমার নাথ প্রথমে অভিযোগটি সত্য নয় বলে জানান।আজ শনিবার ছাত্রছাত্রী ও সিনিয়র শিক্ষকদের জেরার মুখে বলে আমি ওদের মজা করে থাপ্পর দিয়েছি। আমার কোন খারাপ উদ্দেশ্য ছিল না।