সোমবার ● ২১ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ৪৫ বছরে মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক পরিবর্তন হয়েছে : সামসুল আরেফিন
৪৫ বছরে মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক পরিবর্তন হয়েছে : সামসুল আরেফিন
ষ্টাফ রিপোর্টার :: (২১ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.২০মিঃ) ৪৫ বছরের ভিতর মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছুই ঠিক নাই, সঠিক ইতিহাস জানার জন্য এবং রাঙামাটি জেলার মুক্তিযুদ্ধাদের চিহ্নিত করে তাদের যথাযথ সম্মান দেয়া মুক্তিযুদ্ধের চেতনা ঐতিহ্যকে ধরে রাখতে হবে এবং আমাদেরকেই মুক্তিযুদ্ধের সঠিক চেতনা এগিয়ে নিয়ে যেতে হবে৷
সোমবার ২১মার্চ বিকাল ৪টায় রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা এম.আব্দুল আলী এর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার ২০১৬ প্রাপ্তি উপলক্ষে আগামী ২৮ মার্চ রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত র্যালী, আলোচনাসভা,মুক্তিযোদ্ধাসহ, মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন আরো বলেন, রাঙামাটি জেলার সাবেক মহকুমা প্রশাসক শহীদ বীর মুক্তিযোদ্ধা এম.আব্দুল আলী এর মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভুষিত হয়েছে এ পুরস্কার আগামী ২৪ মার্চ মুক্তিযোদ্ধা এম.আব্দুল আলীর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর হাত থেকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার ২০১৬ গ্রহন করবেন ৷ তিনি বলেন, বাংলাদেশের সবোচ্ছ রাষ্ট্রিয় পুরস্কার রাঙামাটি পার্বত্য জেলার সকল নাগরিকদের জন্য সম্মান বয়ে আনবে। এধরনের রাষ্ট্রিয় সম্মানকে স্মরনীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে বীর মুক্তিযোদ্ধা এম.আব্দুল আলীর সঠিক ইতিহাস ও তথ্য জানাতে আমি রাঙামাটি জেলার সকল বিশিষ্টজনদের মতামতে ভিত্তিতে সর্বজন গ্রহন যোগ্য অনুষ্ঠানের আয়োজন করতে আজ আপনাদেরকে জেলা প্রশাসনে আমন্ত্রণ জানিয়েছি৷
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানবির হায়দার ছিদ্দিক এর পরিচালনায় সভায় রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী,সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল,নেজারত ডেপুটি কালেক্টর মোঃ নাজমুল ইসলাম, ম্যাজিষ্টট বৈশাখী বড়ুয়া,রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রের সাধারন সম্পাদক নুরুল আফসার,রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন,এড. মামুনুর রশিদ,সাংবাদিক এয়াছিন রানা,সাংবাদিক হরি কিশোর চাকমা,সাংবাদিক মানছুর আহাম্মদ,রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক,অধ্যক্ষ কাদের ছিদ্দিকী,শহীদ আব্দুল আলি একাডেমীর প্রধান শিক্ষক, জেলা কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রতিনিধি বিমল চাকমা,রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর শুক্কুর জেলার সকল সরকারী প্রতিষ্ঠানের প্রধানসহ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷
সভায় শহীদ বীর মুক্তিযোদ্ধা এম.আব্দুল আলী এর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আগামী ২৮ মার্চ রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত র্যালী, আলোচনাসভা,মুক্তিযোদ্ধাসহ, মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন আরো সফল এবং প্রাণবন্ত করতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানবির হায়দার ছিদ্দিককে আহবায়ক ও ,নেজারত ডেপুটি কালেক্টর মোঃ নাজমুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়৷
এসময় রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদেরকে এ বিষয়ে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান৷
র্যালী এবং র্যালীশেষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করতে রাঙামাটি জেলা প্রশাসক সকলকে আন্তরিকতার সাথে সহযোগিতা প্রদানের আহ্বান জানান৷