রবিবার ● ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় আওয়ামীলীগের হামলায় পন্ড বিএনপির সমাবেশ
শৈলকুপায় আওয়ামীলীগের হামলায় পন্ড বিএনপির সমাবেশ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ আওয়ামীলীগের হামলায় পন্ড। শনিবার সকালে শৈলকুপা শহরের কবিরপুর দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে দলটির উপজেলা ও পৌর শাখা। শৈলকুপা উপজেলা বিএনপি’র সদস্য সচিব হুমায়ুন বাবর ফিরোজ অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ শুরুর প্রস্তুতি চলছিল। ঠিক সেইমুহুর্তে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে হামলা চালায়। এঘটনায় শৈলকুপা পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম রেজা ঠান্ডু, যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক এমদাদুল হক আকুল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, ছাত্রদলের সজীব হোসেন ও কুদ্দুস হোসেন আহত হয়। ভাংচুর করা হয়েছে শতাধিক চেয়ার। যার ফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে পারেনি দলটির নেতাকর্মীরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া বাজারে পিকআপ ভ্যানের আইয়ুব হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব হোসেন (৬৫) খামার মুন্দিয়া গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, আইয়ুব হোসেন দুলাল মুন্দিয়া বাজারে দীর্ঘদিন দিন ধরে দর্জির দোকানে কাজ করতো। সকালে বাড়ি থেকে বাজারে চা নাস্তা করতে এসেছিলো। এসময় সড়ক পাড় হওয়ার সময় দ্রুত গতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থানে তার মৃত্যু হয়। পিকআপ ভ্যানটি উপজেলার ভাতঘরা গ্রামের ভিতর গাড়ি রেখে চালক পালিয়ে যায়। পরে কালীগঞ্জ থানা ও বারবাজার হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে পিকআপ ভ্যান তাদের হেফাজতে নিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে কোটচাঁদ পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি
ঝিনাইদহ :: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাল ডাল তেল,গ্যাস, বিদ্যুৎ, সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে কোটচাঁদপুর মেইন বাজার সরকারি কলেজ হোস্টেল চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আবুবকর বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম,পৌর বিএনপির সহ-সভাপতি শাহরিয়ার রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, যুগ্ম আহ্বায়ক শেখ রিপন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক লিয়ন, সদস্য সচিব হুমায়ূন কবির হিরা, হাফিজুর, ডিপলু,জনি, বেনজামিন, শাওন, শুভ,শিলন,প্রমুখ।এসময় যুবদল, ছাত্র দল, কৃষক দল,শ্রমিক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনে নেতা কর্মীর বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন বিক্ষোভ সমাবেশ স্তল। বিক্ষোভ সমাবেশ শেষ মিছিল বের করতে গেলে পুলিশের বাঁধায় পন্ড হয়ে যায় মিছিল।