সোমবার ● ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ফেসবুকে তেলের মূল্য বৃদ্ধি নিয়ে পোস্ট দেওয়ায় পিটিয়ে জখম
ফেসবুকে তেলের মূল্য বৃদ্ধি নিয়ে পোস্ট দেওয়ায় পিটিয়ে জখম
ঝিনাইদহ প্রতিনিধ :: তেলের মুল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ঝিনাইদহ শহরের পরিচিতি মুখ মানবতার ফেরওয়ালা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা তারেক মাহমুদ জয় (৩৫) কে দুর্বৃত্তরা পিটিয়ে জখম করেছে। রবিবার সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ লাশকাটা ঘরের মধে ডেকে নিয়ে তাকে পিটিয়ে জখম করে। তার দুই চোখ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তারেক মাহমুদ জয় ঝিনাইদহ পৌরসভা এলাকার শিকারপুর জোয়ারদার পাড়ার আব্দুল লতিফের ছেলে। জয় জানান, শনিবার রাতে তিনি চোখে ব্যান্ডেজ বেধে হাতে তেলের বোতল নিয়ে প্রতিকী একটি ছবি পোস্ট করেন। ছবিটি মুহুর্তের মধ্যে নেটিজেনদের নজর কাড়ে। অনেকেই এই ছবি দেখে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন। প্রতিপক্ষরা ওই ছবি ব্যবহার করে প্রচ্ছন্ন ভাবে হুমকী মুলক পাল্টা পোষ্টও দেন। মা খাদিজা বেগম জানান, তার ছেলে জেলার একজন অন্যতম সেচ্ছাসেবক। রাতদিন তিনি মানুষের কল্যানে কাজ করেন। অথচ ফেসবুকে তেল নিয়ে পোস্ট দেওয়ায় হামদহ এলাকার চিহ্নত সন্ত্রাসীরা তাকে পিটিয়ে জখম করলো। স্ত্রী সোনিয়া খাতুন তার স্বামীর উপর হামলাকারীদের বিচার দাবী করেন। তবে এ বিষয়ে পুলিশ জানায় তারা এখনো কোন অভিযোগ পায়নি।
বিশ্বের ১৬৮টি দেশে ঝিনাইদহের ৯১ হাজার ৪৬০ জন চাকরী করছেন
ঝিনাইদহ :: বিশ্বের ১৬৮টি দেশে ঝিনাইদহের ৯১ হাজার ৪৬০ জন চাকরী করছেন। এর মধ্যে ৮২ হাজার ৩৭৩ জন পুরুষ ও ৯ হাজার ৮৭ জন নারী রয়েছে। ১৯৭৬ সাল থেকে ঝিনাইদহের বিভিন্ন গ্রাম থেকে মানুষ বিদেশে চাকরীর জন্য যাচ্ছেন। বর্তমান বছরে প্রায় ৯ হাজার করে মানুষ চাকরীর জন্য দেশ ছাড়ছেন। গতকাল রোববার ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে এই তথ্য জানান ঝিনাইদহ কারীগরি প্রশিক্ষন কেন্দ্র ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার প্রধান াতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে টিটিসির শিক্ষক হায়দার আলী জব রিপ্লেসমেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। সেমিনারে জেলার বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, আনসার ভিডিপি সদস্য ও এনজিওর প্রায় ২ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন। ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রুস্তম আলী জানান, সরকার বেকার যুবকদের দক্ষ হিসেবে গড়ে তুলতে টিটিসির মাধ্যমে ট্রেনিং করাচ্ছে। এতে কোন টাকা লাগে না। দক্ষ জনশক্তি যেমন দেশের জন্য মঙ্গল বয়ে আনে তেমনি পরিবারের জন্যই মঙ্গলকর।