মঙ্গলবার ● ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » কাঠালিয়া স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
কাঠালিয়া স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি কাঠালিয়া স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুজন ঘরামীকে তার নিজ গ্রাম তারাবুনিয়ায়, জমিজমা নিয়ে বিরোধের কারনে পিটিয়ে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, গত ৭ মার্চ সকাল ৯ ঘটিকার সময় পাটিখালঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের তারাবুনিয়া গ্রামের মালেক ঘরামী ও তার ছেলেদের উপরে জমিজমা নিয়ে, তরক বিতর্কে এ হামলার ঘটনা ঘটান।
সূত্রে পাওয়া যায়, হামলাকারীরা একই গ্রামের মৃত্যু গফুর মৃধা, ছেলে জাকির মৃধা, শাহআলম মৃধা, ও আলমগীর মৃধা। জাকির মৃধা ছেলে মুছা মৃধা,আলমগীর মৃধার ছেলে খায়রুল মৃধা, শাহআলম মৃধা, ছেলে দুলাল মৃধা, সহ অনেকে এঘটনা সাথে জরিত।
প্রথমে এদের হামলায় শিকার হন পিতা মালেক গরামি, তাকে বাঁচাতে এসে দুই ছেলে, শিক্ষক সুজন গরামী ও সাহিন ঘরামী প্রতিপক্ষের আগাতে এরা গুরুতর আহত হয়।
আহত অবস্থায় এদের কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়ায়) প্রথমিক চিকিৎসা দেয়া হয়। দুই জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয় বলে জানান স্থানিয়রা।
এর পর রোগির অবস্থা আরো অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, সেখানে ৮ মার্চ ভোর ৫ টায় চিকিৎসাদিন অবস্থায় মৃত্যু হয় আহত শিক্ষক সুজন ঘরামীর।
এঘটনা পরির্দশন করেন তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহবুবুর রহমান, তিনি বলেন খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি অভিযুক্তদের অতি দ্রুত গ্রেফতারের চেস্টা চলছে।
রাজাপুরে সড়ক দুর্ঘটনায় ৫ বছরের শিশু নিহত
ঝালকাঠি :: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় উত্তমপুর বাজারে মঙ্গলবার সকাল ৯ টায় মায়ের সাথে বাজারে আসা শিশু তাসমিয়া ৫ নামের এক শিশু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।নিহত শিশু রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের দক্ষিণ আদাখোলা গ্রামের প্রবাসী এনামুল হকের মেয়ে।
এলাকাবাসী জানায়, মায়ের সাথে থাকা শিশু তাসমিয়া মায়ের হাত থেকে ছুটে রাস্তার দিকে গেলে বিপরীত দিক থেকে আসা মালবাহী স্যালো ট্রলির চাপায় মারাত্মক আহত হন । স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করেন। বরিশালে নেওয়ার পথে শিশু তাসনিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন । শিশু তাসমিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।