মঙ্গলবার ● ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » পরবাস » গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে দরিদ্র মানুষের জন্য আর্থিক সহায়তার ঘোষণা
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে দরিদ্র মানুষের জন্য আর্থিক সহায়তার ঘোষণা
সংবাদ বিজ্ঞপ্তি :: লন্ডন, ৮ মার্চ : গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে আসন্ন রমজান মাসে বৃহত্তর দেউলগ্রামের আনুমানিক ১৫০ জন দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।
গতকাল ৭ মার্চ সোমবার সন্ধ্যায় করিয়েন্ডার রেস্তোরাঁয় অনুষ্ঠিত গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-র নির্বাহী কমিটির সভায় গৃহিত এক প্রস্তাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ট্রাস্টের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রাস্টের নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেউলগ্রাম (পশ্চিম)-এর বিশিষ্ট সমাজসেবী প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ্ব সমির উদ্দিন।
সভায় আসন্ন রমজানের আগে বৃহত্তর দেউলগ্রামে আনুমানিক ১৫০ জন দরিদ্র মানুষের মধ্যে আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত বছরের মতো এ বছরও বার্ষিক অনুদান দেওয়ার জন্য সংগঠনের সমস্ত ট্রাস্টির প্রতি অনুরোধ জানানো হয়।
বর্তমানে বাংলাদেশে অবস্থানরত সংগঠনের ট্রাস্টিরা ট্রাস্টের সাধারন সম্পাদকের সঙ্গে পরামর্শ করে এই আর্থিক সাহায্য প্রদানের জন্য বৃহত্তর দেউলগ্রামের দরিদ্রদের একটি তালিকা প্রস্তুতসহ সার্বিক বিষয় তদারক করবেন বলে সভায় আশা প্রকাশ করা হয়।
ফখরুল ইসলাম ও সুলতান আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় বক্তৃতা করেন রওশন আহমেদ, গুলজার আহমেদ, সুহেল আহমেদ, মনজুর আহমেদ, মাহবুব আলম, হারুনুর রশীদ, মনোয়ার হোসেন, আলতাফ, আব্দুল আজিজ, ময়নুল ইসলাম প্রমুখ।
টাওয়ার হ্যামলেটস-এর মেয়র পদে রাবিনা খানকে ভোট দিন-রেডব্রিজের লিবডেম নেতা অহিদ উদ্দিনের আহ্বান
বিজ্ঞপ্তি :: টাওয়ার হ্যামলেটস-এর মেয়র প্রার্থী লিবডেম নেত্রী রাবিনা খানকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন।
রাবিনা খানকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে দেওয়া এক বার্তায় মোহাম্মদ অহিদ উদ্দিন বলেন, লিবডেম টাওয়ার হ্যামলেটসের অবস্থার পরিবর্তনের জন্য লিবারেল ডেমোক্র্যাটস-এর পরীক্ষিত নেত্রী রাবিনা খানকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে। আমি দলের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি এব্ং মাননীয় নেত্রী রাবিনা খানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
শুভেচ্ছা বার্তায় অহিদ উদ্দিন আরও বলেন, এক যুগধরে টাওয়ার হ্যামলেটসের জনপ্রিয় কাউন্সিলর হিসেবে লিবডেমের মহিয়সী নেত্রী রাবিনা খানের এক গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তাই টাওয়ার হ্যামলেটসের জনকল্যাণের জন্য পরীক্ষিত লিবডেম নেত্রী রাবিনা খানকে আগামী ৫ মে’র নির্বাচনে মেয়র পদে ভোট দেওয়ার জন্য আমি টাওয়ার হ্যামলেটসের সম্মানিত বাসিন্দাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।