মঙ্গলবার ● ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৫ম দিনের মতো কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি
গাজীপুরে ৫ম দিনের মতো কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক) স্টাফ রিপোর্টার :: পদ-পদবী বেতন স্কেল ও সামাজিক মর্যাদা নিয়ে বৈষম্যের প্রতিবাদে সরাদেশের মতো গাজীপুরেও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট সহকারীদের ৫ম দিনেও পূর্ণ দিবস কর্মবিরতি চলছে।
১ মার্চ (মঙ্গলবার) সকাল থেকে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাদের কর্ম বিরতি পলন করছেন। প্রতিদিন সকাল ৯টায় তারা অফিসের খাতায় স্বাক্ষর করে বিকাল ৫টা পর্যন্ত কর্ম বিরতি পালন করছেন।
৮ মার্চ মঙ্গলবার সকালে আন্দোলনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) গাজীপুর জেলা শাখার সভাপতি এস.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আজাহারুল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ সিরাজউদ্দৌল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক দীপাঙ্কর চন্দ্র দাস, অর্থ সম্পাদক মোঃ আশাদুল হক, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোঃ জাকারিয়া প্রমুখ।
সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজউদ্দৌল্লাহ, বলেন, বিভিন্ন সরকারি অফিসের কর্মচারীদের পদ-পদবীসহ বেতন স্কেল ও মর্যাদা বৃদ্ধি করলেও একই পদে থাকা দেশের সার্বিক উন্নয়নের চালিকাশক্তি কালেক্টরেট ও বিভাগীয় কমিশনারের কার্যালেয়ের কর্মচারীদের জন্য তা করা হয়নি। ফলে আমরা মর্যাদাহানীসহ নানা বঞ্চনার শিকার হচ্ছি।
তিনি আরও বলেন, একই প্রশাসনে কর্মরত তহশিলদার ও সহকারী তহশিলদারদের পদরী পরিবর্তন ও বেতন স্কেল পাঁচ ধাপ উপরে নির্ধারণ করা হলেও অামাদের বিষয়টি নিয়ে বারবার আশ্বাস দিয়েও সেটা বাস্তবায়ন হচ্ছে না। দাবি আদায় না হলে প্রয়োজনে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।
নেতৃবৃন্দরা জানান, আদের এ কর্মসূচী আগামী ২৪ মার্চ পর্যন্ত চলবে।