মঙ্গলবার ● ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি বাজারে আপতত সোয়াবিন তেল নাই : অথচ গুদামভরা
খাগড়াছড়ি বাজারে আপতত সোয়াবিন তেল নাই : অথচ গুদামভরা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা ডিলার জাফর স্টোরের সামনে “আপতত সয়াবিন তেল নাই” লেখা বিজ্ঞপ্তি টাঙ্গানো কিন্তু ভিতরে ঢুকে দেখা গেল স্টোক করা অনেক সোয়াবিন তেল।
পাশাপাশি তাদের তেলের গুদামে গিয়ে পাওয়া গেল ফ্রেশ কোম্পানীর অনেক তেল। এভাবে তেল নিয়ে কারসাজি করে বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে স্বার্থ হাসিল করতে মরিয়া এক শ্রেণীর ব্যবসায়ীরা।
খাগড়াছড়ি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লীজা ভ্রাম্যমাণ আদালতে জাফর স্টোরকে তাৎক্ষণিক ৩০হাজার টাকা জরিমানা করেন।
এসময় সঙ্গীয় পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সোয়াবিন তেল বিক্রিতে সরকার নির্ধারিত অতিরিক্ত মূল্য রাখা, মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির অভিযোগে মামুন স্টোর ও পলাশ স্টোরকে ১০হাজার টাকা করে এবং নিজাম স্টোরকে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ৮ মার্চ সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতি ইনস্টিটিউটে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে নারী দিবসের আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মহিউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজাতীয় শরণার্থী বিষয় টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মহাম্মদ আবদুল আজিজ, জেলা জাতীয় মহিলা স্বাস্থ্য চেয়ারম্যান নিগার সুলতনা।
এসময় স্থানীয় সরকার অধিদপ্তরের উদ্যোগে র্যালি বের করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ও পৌর কাউন্সিলরা অংশগ্রহণ করেন।
মাটিরাঙ্গায় পহাড়ি সন্ত্রাসী কর্তৃক রাতের আঁধারে ফলদ বাগান ধ্বংস
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নে ঝর্ণাটিলা এলাকায় ফলদ বাগানের কয়েক হাজার ফলদ গাছ কেটে ফেলেছে পাহাড়ি সন্ত্রাসীরা।
রবিবার দিবাগত রাতে মাটিরাঙ্গার ঝর্নাটিলা বিজিবি ক্যাম্প হতে দক্ষিণে মো. ওয়াজী উল্যাহ নামের এক কৃষকের বাগানের প্রায় চার হাজার ফলসহ পেঁপে গাছ ও আম গাছের চারা কেটে ফেলেছে সন্ত্রাসীরা।
বাগান মালিক মো. ওয়াজি উল্যাহ বলেন, গত কয়েক বছর আগে মাটিরাঙ্গা উপজেলাধীন তবলছড়ি ইউনিয়নের ঝর্ণাটিলা এলাকায় মিশ্র ফলের বাগান সৃজন করেন তিনি। বাগান সৃজনের পর থেকেই পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীরা নানাভাবে হুমকি দিয়ে আসছে। তিনি বলেন, বিভিন্ন সময়ে আমাকে ভূমি ছেড়ে দেয়ার জন্য মোবাইল ফোনে হুমকি প্রদান করে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ (ইউপিডিএফ)। ৫/৬ মাস আগেও বাগানে থাকার ঘর ভেঙে তছনছ করে দেয় সন্ত্রাসীরা। আমি তাদের কোন কথায় রাজি না হলে তারা গত দশদিন আগেও আমার বাগানের এক হাজার ফলজ গাছ কেটে ফেলে। দশ দিনের মাথায় রবিবার দিবাগত রাতে আমার বাগানের চার হাজারেরও বেশি গাছ কেটে ফেলে। এভাবে একের পর এক বাগান কেটে উজাড় করলেও সশস্ত্র সন্ত্রাসীরা বরাবরই ধরাছোয়ার বাইরে থাকায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে । সব হারিয়ে নিঃস্ব হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপনের আশঙ্কায় চাষীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
বাগানের কেয়ারটেকার মো. ওসমান গনি বলেন, সন্ত্রাসীদের কালো থাবায় একটি সবুজ বাগান ন্যারা পাহাড়ে পরিণত হয়েছে। সন্ত্রাসীরা এ পাহাড়কে মগের মুল্লুক মনে করছে। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।