মঙ্গলবার ● ২২ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ইসলামিক ফাউন্ডেশনের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কাউখালীতে ইসলামিক ফাউন্ডেশনের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কাউখালী প্রতিনিধি :: (২২ মার্চ বাংলাদেশ সময় বিকাল ৪.২০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যাক্রম ২০১৫ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরান শরীফ বিতরন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ২২ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন কাউখালী উপজেলার উদ্যোগে পালন করা হয় ৷
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত র্যালিতে কাউখালী উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র/ছাত্রী ও স্থানীয় জনসাধারনের এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীদের অংশ গ্রহনে কাউখালী উপজেলার বিভিন্ন গুরুত্ব পুর্ন সড়ক প্রদিক্ষন শেষে কাউখালী উপজেলা অফিসার্স ক্লাবে এসে এক আলোচনা সভার আয়োজন করা হয় ৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কাউখালী উপজেলার সুপারভাইজার মোঃ নুরুল ইসলাম ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার ৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম, কাউখালী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ ওমর ফারুক ও কওমী ওলামা কল্যাণ পরিষদ কাউখালীর সভাপতি মাওলানা মোঃ আব্দুর
রহিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মাওলানা মোঃ ছানা উল্লাহ, মাওলানা মোঃ নুরুল আলম ও মাওলানা মোঃ আনোয়ার হোসেন।
আলোচনা সভাশেষে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিানা কর্তৃক সারা বাংলাদেশে এক যোগে পবিত্র কোরান শরীফ
বিতরন কার্যক্রমের অংশ হিসাবে কাউখালী উপজেলার ইসলামিক ফাউন্ডেশন দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান হতে শ্রেষ্ঠ ১২০ জন শিক্ষার্থীকে প্রধান অতিথি কোরান শরীফ তুলে দেন ৷
পরে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের জন্য দোয়া কামনা করা হয় ৷