শুক্রবার ● ১১ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসনে মানববন্ধন
খাগড়াছড়িতে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসনে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসনে দাবিতে মানববন্ধন করেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।
শুক্রবার ১১ মার্চ সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠান প্রধানদের খাগড়াছড়ি শাখার সভাপতি অংপ্রু মারমা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, এপিবিএ উচ্চ বিদ্যালয়ের সহাকারি শিক্ষক ননিকা চাকমা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার চাকমা, প্রতিষ্ঠান প্রধান পরিষদের খাগড়াছড়ি সাধারণ সম্পাদক কার্নেজী চাকমা, দীলিপ কুমার চাকমা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোর মধ্যে বিরাট বৈষম্য রয়েছে। তারা সরকারি মাধ্যমিক শিক্ষকদের মত সামনে ঈদের আগে শতভাগ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া দেওয়া। এছাড়া বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় গুলোকে দ্রুত জাতীয়করণসহ ঐচ্ছিক বদলি, প্রধান শিক্ষকদের ষষ্ঠ ও সসহকারি প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেড দেওয়ার দাবি জানান।
প্রতারকচক্রের খপ্পরে মানিকছড়ির ইউপি সদস্যসহ ১২জন
খাগড়াছড়ি :: খাগড়াছড়ির মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নের এক সদস্যসহ ১২জন হতে ১লক্ষ ২৪হাজার টাকা হাতিয়ে নিয়েছে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার নামক ঋণ প্রদানকারী একটি প্রতারকচক্র।
শুক্রবার (৪ মার্চ) যোগ্যাছোলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সুজাত আলী হতে শাখা অফিস স্থাপনের জন্য একটি কক্ষ ভাড়া নেয় কথিত সংস্থাটি কর্মকর্তা মো. রাসেল (৪০) ও মো. সোহেল(৪৫)।
পরে তারা যোগ্যাছোলা, আছাদতলী, সাপমারাসহ আশপাশের এলাকা হতে নির্ধারিত ফরমে ঋণ প্রদানের জন্য প্রতি লাখে ১০হাজার টাকা করে জামানত সংগ্রহ করে। এতে ঐ ইউনিয়ন এলাকার ৪নং ইউপি সদস্য আবদুল মতিন, বাজার ব্যবসায়ি মো. ইসমাইল হোসেনসহ অন্তত ১২জন ১লাখ ২৪হাজার টাকা জামানত প্রদান করে সংস্থাটির দুই কর্মকর্তার নিকট।
এরপর ঋণ প্রদানের নির্ধারিত পূর্বেই গত শনিবার (৫ মার্চ) এইসব জামানত নিয়ে উধাঁও হয়ে যায় চক্রটি। এ ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে মানিকছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
মানিকছড়ি থানা ওসি মো. শাহনূর আলম ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তবে ভুক্তভোগীদের দেওয়া অভিযুক্তের জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও সংশ্লিষ্ট কাগজপত্রাদি ভুয়া।
খাগড়াছড়িতে সিএনজি চালকের মৃতদেহ উদ্ধার
খাগড়াছড়ি :: খাগড়াছড়ির গুইমারায় মো. রোমান গাজী (৫০) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ১১ মার্চ সকালের দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকার মৃতের নিজ বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করে গুইমারা থানা পুলিশ।
রোমান গাজী মৃত আফতার গাজীর ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।
পারিবারিক সুত্রে জানা যায়, তিনি বসত বাড়ি নির্মান করতে গিয়ে অনেক ঋণ কর্জে জড়িয়ে পড়েন। এই নিয়ে পরিবারের সাথে কথা কাটা কাটি রাগারাগি চলতো। গভীর রাতে প্রায়েই সে বাসা থেকে একা বেড়িয়ে যেতেন ও একা থাকতেন।
গুইমারা থানার ওসি মিজানুর রহমান জানায়, খবর পেয়ে রোমান গাজীর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায় নি। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।