বুধবার ● ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আগুনে ২ ঘর পুড়ে ছাই : ব্যাপক ক্ষয়ক্ষতি
রাউজানে আগুনে ২ ঘর পুড়ে ছাই : ব্যাপক ক্ষয়ক্ষতি
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই’টি বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার ১৫ মার্চ দুপুর ২টার দিকে উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মো, জাহেদুল আলম ও গোলাম মোস্তফা বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দিকে তাদের ঘরে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভার চেষ্টা করেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে রাউজান ফায়ার সার্ভিসের লোকজন কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।
এ বিষয়ে স্থানীয় যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর জানান, আমার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভার চেষ্টা করি, তিনি আরোও জানান ঘটনার সময় প্রবাসী জাহেদুল প্রকাশে (আরবি)সহ পরিবারের সবাই বেড়াতে গিয়ে ছিলেন। তারা ঘটনা খবর শোনে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে রয়েছে।
জানা যায়, প্রবাসী জাহেদুল আলমের ঘরে থাকা ৪ লাখ টাকা ও অলংকার, আসবাবপত্রসহ কোনকিছুই বের করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাউজান ফায়ার সার্ভিসের অফিসার নজরুল ইসলাম জানান, বিদ্যুৎ শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে প্রায় দুই পরিবারের ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ২ দিন পর হাসপাতালে মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মো. এরশাদ প্রকাশ এরশাদ ড্রাইভার নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. এরশাদ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে, রবিবার (১৩ মার্চ) বিকেলে বাস চালক এরশাদ তার বাসটি পার্কিং করে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক পার হওয়ার সময় রাউজান পৌরসভার সিএমবি জামে মসজিদ সংলগ্ন এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়। এরশাদ ড্রাইভার দুই সন্তানের জনক বলে জানা গেছে।