বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন
কাপ্তাইয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন
কাপ্তাই প্রতিনিধি :: শিশু কিশোরদের নিয়ে আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র্যালী, আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাপ্তাইয়ে বৃহস্পতিবার ১৭ মার্চ পালন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার ম্যুরালে সর্বস্তরের জনগণের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচী শুরু হয়।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই উপজেলা শাখার সহ-সভাপতি থোয়াইচিং মারমা, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, বির্দশন বড়ুয়া ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীলের নেতৃত্বে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদ চত্বর হতে শিশু কিশোরদের উপস্থিতিতে আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদর প্রদক্ষিণ করে বড়ইছড়ি বাজার হয়ে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। শেষে কেক কাটা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ৩ জন যুবক, যুব মহিলাকে মাথাপিছু ৬০ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ এবং উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।