বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ
রাঙামাটিতে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ
ক্রীড়া পরিদপ্তর প্রণীত ২০২১-২২ বার্ষিক ক্রীড়া কর্মসুচীর আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে জেলা সদরের রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গত ১২ ফেব্রুয়ারি উদ্বোধনী মধ্য দিয়ে শুরু হয়ে গত ১১ মার্চ পর্যন্ত স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ জন আগ্রহী স্কুল শিক্ষার্থী (ছাত্রী) অংশ গ্রহনে এক মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা হয়েছে।
গত ১৪ মার্চ রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন চাকমার সভাপতিত্বে সাবেক জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাক্মা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ও প্রধান অতিথির পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষনার্থীদেরকে সনদপত্র বিতরণ করেছেন। পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধূলা চর্চা, প্রশিক্ষণের শিক্ষা গ্রহন ও অনুশীলন করতে উপস্থিত বিশেষ অতিথি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। প্রশিক্ষণের প্রদর্শনী অনুশীলন দেখে অনুষ্ঠানের সভাপতি সন্তোষ প্রকাশ করেন এবং সফলতা কামনা করে সুন্দর জীবন চলার পথ সুগম করার জন্য ও প্রতিভাবান খেলোয়াড় হয়ে গড়ে উঠার পরামর্শ দেন। রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষক সমাপ্তি চাকমা এর সার্বিক দিক নির্দেশনায় মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণ প্রদান করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল দলের তরুণ অধিনায়ক লছমি দেবী নেওয়ার।