বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
রাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কর্তৃপক্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
১৭ মার্চ তারিখে সূর্যোদয়ের সাথে সাথে ঝগড়াবিলস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয় । পুস্পস্তবক অর্পণ শেষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর হোসাইন কবির। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা করেন।
“বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাঞ্চন চাকমা বলেন, “বর্ণাঢ্য ছাত্র রাজনীতির সিঁড়ি বেয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেন বাংলার আশা আকাঙ্ক্ষার প্রতীক, হয়ে উঠেন বঙ্গবন্ধু। আজকের এই শুভ জন্মদিবসে যেটা বলবো, সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর আদর্শ, মূল্যবোধ ও চেতনাকে ধারণ করতে হবে।“
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা “শেখ মুজিব আমার পিতা” এবং বঙ্গবন্ধু বিষয়ক বইসমুহ শিক্ষার্থীসহ সকলকে পড়ার অনুরোধ করেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, চট্টগ্রাম সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষক জনাব ম আ স শামসুদ্দীন শিশির, রাবিপ্রবি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা, রাবিপ্রবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা এবং রাবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আসাদুজ্জামান বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবিপ্রবি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোসা. হাবিবা। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ১৬ মার্চ সন্ধ্যা হতে ১৭ মার্চ ২০২২ তারিখ রাত পর্যন্ত ঝগড়াবিলস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়।