মঙ্গলবার ● ২২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে সংখ্যালঘু পরিবারকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
গাজীপুরে সংখ্যালঘু পরিবারকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় রাত ৯.৩৩মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে সংখ্যালঘু পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ ও হামলার প্রতিবাদে ২২ মার্চ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের সামনে রাজবাড়ি রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
মানববন্ধনে অভিযোগ করা হয় বিশ্বনাথ শীল নামে একটি সংখ্যালঘু পরিবারের জমি দখল করতে উচ্ছেদের পায়তারা করে স্থানীয় মোক্তার আলী গং৷ অসহায় এই পরিবারটিকে পুলিশ সহায়তা করছেনা বলে মানববন্ধনে বক্তারা অভিযোগ করে৷ হিন্দু-বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদ ফুলবাড়িয়া শাখার সভাপতি সুশিল কোচের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট আসাদুল্লাহ বাদল, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মুজিবুর রহমান, রুবেল মন্ডল, আজহারুল ইসলাম, ইব্রাহীম সিকদার ও এডভোকেট রূপচান প্রমূখ৷
পরে গাজীপুর জেলা হিন্দু-বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতা এডভোকেট নির্মল বনিক ও ঠাকুর দাস মন্ডলের নেতৃত্বে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেয়৷