বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » নব-নির্বাচিত খাগড়াছড়ির পাঁচ ইউপি চেয়ারম্যানের শপথ
নব-নির্বাচিত খাগড়াছড়ির পাঁচ ইউপি চেয়ারম্যানের শপথ
খাগড়াছড়ি প্রতিনিধি :: সপ্তম ধাপের ইউপি নির্বাচনে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চার ইউনিয়ন ও খাগড়াছড়ি সদর উপজেলার এক ইউনিয়নের নবনির্বাচিত পাঁচ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ মার্চ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
এ সময় খাগড়াছড়ির এক ইউনিয়ন ও পানছড়ি উপজেলার চার ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ হয়।
শপথ গ্রহণ করেন, খাগড়াছড়ির গোলাবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, ১নং লোগাং ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার চাকমা, ২নং চেঙ্গী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ৪নং লতিবান ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ভূমিধর রোয়াজা, ৫নং উল্টাছড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আহির উদ্দিন।
শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত পাঁচ ইউপি চেয়ারম্যান জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে সম্মান জানান।
পানছড়ি ইউপি নির্বাচনে স্থগিত কেন্দ্রের পুনঃ ভোট গ্রহন ২১ মার্চ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সর্বশেষ ধাপে ইউপি নির্বাচনের ৫ইউনিয়নের ২টি বন্ধ ঘোষিত কেন্দ্র ও ১টি সমভোট কেন্দ্রের পুনঃ ভোট গ্রহন আগামী ২১মার্চ’২২ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, সর্বশেষ ধাপে ৭ফেব্রুয়ারী ২০২২ পানছড়ি উপজেলার ৫ইউনিয়নের মধ্যে ৩নং পানছড়ি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দু’টি কেন্দ্রের মধ্যে একটি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১৭৮৪। ৮নং ওয়ার্ডের পাইলট ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২৮৪৪জন। মোট দুটি কেন্দ্রে ৪৬২৮জন ভোটারের ভোট গ্রহন করা হবে।
এখানে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য গন নির্বাচিত হওয়া বাকি রয়েছেন।
অপর দিকে ৫নং উল্টাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে ২জন প্রার্থী সমান ভোট পাওয়ায় রোহিন্দ্র পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুনঃ ভোট গ্রহন করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার রিকল চাকমা বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপ সচিব মো. আতিয়ার রহমানের ১৫মার্চ’২২ তারিখ স্বাক্ষরিত পত্র মুলে পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউনিয়নের বিশৃঙ্খলা ও ভোট অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষিত চেয়ারম্যান, ২নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য, ৫নং সাধারন ওয়ার্ডের সদস্য নির্বাচিত করতে ১টি ভোট কেন্দ্র ও ৮নং ওয়ার্ডের সাধারন সদস্য, ৩নং সংরক্ষিত সদস্যসহ চেয়ারম্যান প্রার্থীদের পুনঃ ভোট গ্রহন হবে।
এছাড়াও ৫নং উল্টাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে ২জন প্রার্থী সমান ভোট পাওয়ায় সেখানেও পুনঃ ভোট গ্রহন করা হবে। তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সকল প্রশাসন ও ভোটারগনের সহযোগীতা কামনা করেছেন।