শুক্রবার ● ১৮ মার্চ ২০২২
প্রথম পাতা » গুনীজন » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জনবার্ষিকী ও জাতীয় শিশু দিবস জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে।
সকাল ৯ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর নেতৃত্বে বোর্ডের সকল সদস্যসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণে রাঙামাটি সদর উপজেলার সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যালে গভীর শ্রদ্ধার সাথে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং র্যালীতে অংশগ্রহণ করা হয়। অতঃপর রাঙামাটিস্থ বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বেলা সকাল ১০ টায় বোর্ডের অডিটরিয়াম মাইনী হলে বোর্ডের গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো’র উপস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতি বলেন, আজকের দিনটি জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে আমরা একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র পেতাম না। তাই তিনি বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধার সহিত কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন যে, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে। শিশুরা আগামী দিনের জাতির ভবিষ্যত। তাই শিশুদেরকে সব বেশি গুরুত্ব দিতে হবে। তাই শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার জন্য উপস্থিত সকলকে গুরুত্বসহকারে কাজ করার আহবান জানান।
বোর্ডের ভাইস চেয়ারম্যান বলেন যে, বঙ্গবন্ধু অজর পাড়া গ্রামে ১৯২০ সালে ১৭ই মার্চ জন্ম গ্রহণ করেন, যার নাম রাখা হয় খোকা। সেই ছোট খোকাই হয়ে উঠেন আজ বিশ্ব নন্দীত নেতা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূর প্রসারি চিন্তাপ্রসূত একটি প্রতিষ্ঠান। এখানকার পিছিয়ে পরা জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বোর্ডের সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য পরিকল্পনা মো. জসীম উদ্দিন (উপসচিব) এবং সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর-রশীদ (উপসচিব) বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিস্তারিত আলোচনা করেন। এছাড়া মিশ্র ফল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সফিকুল ইসলাম, উপপরিচালক মংছেনলাইন রাখাইন, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ এয়াছিনুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত রক্তব্য রাখেন।
এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ/মন্দির/প্যাগোডা বিশেষ মোনাজাত ও প্রার্থনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভার শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কর্তন করা হয়। এরপর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বর্ণ লিখন, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। গৃহীত কর্মসূচির অনুযায়ী বোর্ডের আয়োজনে পাড়াকেন্দ্র ভিত্তিক কিশোর কিশোরী ক্লাবের সদস্য ও অন্যান্য শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য কর্মসূচিতে বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্তসচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য পরিকল্পনা মো. জসীম উদ্দিন (উপসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব) উপস্থিত ছিলেন। এছাড়া মিশ্র ফল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সফিকুল ইসলাম, উপপরিচালক মংছেনলাইন রাখাইন. হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যানময় চাকমা, রাঙামাটির চলতি দায়িত্বে নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক, মোহাম্মদ এয়াছিনুল হক, টকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বেগম নিলুফার নাজনীন, রাঙামাটির জেলা প্রকল্প ব্যবস্থাপক মনজু মানস ত্রিপুরা, বোর্ডের গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মো. নুরুজ্জামান, তথ্য অফিসার ডজী ত্রিপুরা, চলতি দায়িত্ব সহকারী পরিচালক সাগর পাল, মিশ্র ফল চাষ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামান, রাঙামাটির সহকারী প্রকৌশল (সিভিল) মো. খোরশেদ আলম, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক বিদ্যুৎ শংকর ত্রিপুরা, সহকারী পরিকল্পনা কর্মকর্তা মনতোষ চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিকসহ বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।