রবিবার ● ২০ মার্চ ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » ইনাতগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত -৩০
ইনাতগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত -৩০
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে ও উপজেলার ইনাতগঞ্জে পৃথকভাবে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় সংঘর্ষে নারী পুরুষসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্য ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। একদিনের ব্যবধানে দুটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় স্থানীয় জনসাধারন এলাকার আইনশৃংখলা পরিস্থিতি অনবতি নিয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির প্রশাসনের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তোলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার দীঘলবাক ইউনিয়নের বৃহত্তম কসবা একটি আলোচিত গ্রাম। বিগত প্রায় ৭/৮ বছর পূর্বে গ্রামবাসীর মধ্য বিরোধের সৃস্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে কয়েক হাজার লোকের বসবাস গ্রামবাসী দু’ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষ, হামলা,পাল্টা হামলা,নারী নির্যাতন,বাড়িঘর ভাংচু,অগ্নিসংযোগের ঘটনা ঘটনা ঘটে। সর্বশেষ ৫টি হত্যাকান্ডের মধ্য দিয়ে উপজেলার জনপ্রতিনিধি,প্রশাসনসহ সর্বস্তরের মানুষের মধ্যস্থ্যতায় গ্রামে শান্তি ফিরে আসে।
বর্তমান পরিস্থিতিতে আবারও গ্রামে সংঘর্ষের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
গতকাল শুক্রবার রাত ৮টায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কসবা গ্রামের ময়ুর হোসেন ও মাহমুদ আলীর পক্ষের লোকজনের মধ্য সংঘর্ষ শুরু হয়। প্রায় ২ঘন্টা ব্যাপী সংঘর্ষ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। গুরুতর আহত লিটন মিয়া(৩৮) ও রাশাহিদ মিয়া(৩২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যান্য আহতরা হলেন ছেরাগ আলী(২৭),ছাদ্দিক মিয়া(৪৫),সাহিবুর রহমান(৩৮),মনসুর আহমেদ (২৮),তছলিম মিয়া (২৬),আহাদ মিয়া( (৪৮),ফয়েজ আহমেদ(৫০),ইমরান মিয়া(২৩),দিলবার হোসেন(৪০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও সংঘর্ষের পর ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
তাছাড়া গতকাল শনিবার বেলা ১২ টায় ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামে আনসার উদ্দিনের নেতৃত্বে মালু মিয়ার বাড়িতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। পরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। খন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।
আহতরা মধ্যে মালু মিয়া(৫২),সুবায়েল মিয়া(৩০),রিপন(২২),মহিমা বেগম(৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
অন্য আহত মামুন আহমেদ(২৮),রুহেল(২৫),। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালীন এলাকার বিভিন্ন গ্রাম থেকে লোকজন ঘটনা স্থলে গেলেও ইনাতগঞ্জ ফাঁড়ির প্রশাসনের কোন লোকজনকে দেখা যায়নি।
এ ব্যাপারে এএসআই লোকেস দাশ বলেন কসবা গ্রামে সংঘর্ষের ঘটনায় আমরা ঘটনাস্থলে ছিলাম। প্রজাতপুরে সংঘটিত সংঘর্ষের ব্যাপারে জানেননা বলে তিনি জানান।
নবীগঞ্জে সরকারীভাবে টিসিবি পণ্য বিতরন কাজের উদ্বোধন
নবীগঞ্জ :: সরকারীভাবে সারাদেশে ১ কোটি মানুষের মাঝে ট্রেড করপোরেশন বাংলাদেশ(টিসিবি)র মাধ্যমে স্বল্প মৃল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যােগে বিতরনের কাজ উদ্বােধন করা হয়েছে। ২০ মার্চ রবিবার সকালে নবীগঞ্জ সরকারী জে,কে, স্কুল মাঠে এ কার্য্যক্রম শুরু করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে পণ্য বিতরন কাজের উদ্বােধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার,টিসিবি ডিলারবৃন্দ, পৌরসভার কাউস্নিলর লুৎফুর রহমান মাখন,ফজল চৌধুরী,সাংবাদিক ছনি চৌধুরী,ইউপি সদস্য ইসমত মিয়া,মহিলা ইউপি সদস্য মায়া রানী দাশসহ অন্যান্য নের্তৃবৃন্দ।উপজেলা প্রশাসন সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলায় মোট ১৫ হাজার ১ শত ৮৮ জনের মধ্যে পর্যায়ক্রমে এ পণ্য বিতরন করা হবে। ২০ মার্চ রবিবার পৌর সভার ১,২,৩ নং ওয়ার্ডে ৫ শত কার্ডধারী এবং ৮নং সদর ইউনিয়নের ৯শত ৫৮ জন কার্ডধারীদের মাঝে পণ্য বিতরন করা হয়। সরকারীভাবে ভর্তুকি দিয়ে ২ কেজি চিনি,২ কেজি মসুর ডাল,২ লিটার সয়াবিন তেল ৪৬০ টাকার প্যাকেজে এ পণ্য বিতরন কাজ চলমান থাকবে বলে জানা যায়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যা ফজলুল হক চৌধুরী বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকারের সময়োপযোগী এ টিসিবি কার্য্যক্রম পরিচালনা করতে বেশি দামে পণ্য ক্রয় করে সাধারন জনগণের মাঝে কম মুল্যে বিক্রি করা হচ্ছে। কেউ যদি এ কাজের মাঝে অনিয়ম ও কালোবাজারের চেষ্টা করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।